সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে মার্কেটের দোকানে দাবি করা চাঁদা না দেওয়ায় দোকানিকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপার গ্রামের হেফজু মিয়ার ছেলে এবং সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করেন।
মামলায় বাকি আসামিরা হলেন সাভার পৌরসভার মজিদপুর এলাকার মৃত ছাদেক আলী ফরাজীর ছেলে আব্দুস সালাম ফরাজী (৫৫), একই এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে আনোয়ার হোসাইন (৫৪), মৃত আমিন মিয়ার ছেলে বেলাল উদ্দিন ওরফে মনা (৪৬), শাহীবাগ এলাকার রুহুল আমিন মিস্ত্রির ছেলে মো. রিপন (৩২)। এ ছাড়া অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার উদ্যোগে নির্মিত সাভারের জাতীয় অন্ধ সংস্থা মার্কেটে চাঁদা দাবি করে আসছিলেন পাভেলসহ তাঁর সহযোগীরা। মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ হাসানের কাছে কয়েক দিন যাবৎ এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল আহমেদ। তা না হলে সাভারে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়। দাবি করা চাঁদা দিতে অস্বীকৃত জানালে অভিযুক্ত ব্যক্তিরা ফেসবুক লাইভে বিভিন্ন মিথ্যা তথ্য উপস্থাপন করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসানের চাচাতো ভাই মহব্বত আলী নামে এক ব্যক্তি সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, ‘অন্ধ মার্কেটে পাভেলের নিজস্ব কোনো দোকান নেই। কিন্তু তারা ১৩ লাখ টাকা চুক্তিতে অন্য একজনের মাধ্যমে বা নামে দোকান নিয়ে ৫ লাখ টাকা পরিশোধ করে। পরবর্তী সময় কোনো টাকা না দিয়ে পাভেল লাইব্রেরি নামে দোকান পরিচালনা করতে থাকে। এ ছাড়া অন্ধ মার্কেটের বিভিন্ন দোকান থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অন্ধ মার্কেটের কর্মচারীকে মারধর করে। পরে থানায় অভিযোগ দায়ের করি।’
ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, ‘পাভেলের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে শুনেছি। যদি সে সত্যিই অপরাধী হয়, আমরা তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেব। আমরাও খোঁজখবর নিয়ে দেখছি, অভিযোগের সত্যতা কতটুকু।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাভেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সাভারে মার্কেটের দোকানে দাবি করা চাঁদা না দেওয়ায় দোকানিকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপার গ্রামের হেফজু মিয়ার ছেলে এবং সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করেন।
মামলায় বাকি আসামিরা হলেন সাভার পৌরসভার মজিদপুর এলাকার মৃত ছাদেক আলী ফরাজীর ছেলে আব্দুস সালাম ফরাজী (৫৫), একই এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে আনোয়ার হোসাইন (৫৪), মৃত আমিন মিয়ার ছেলে বেলাল উদ্দিন ওরফে মনা (৪৬), শাহীবাগ এলাকার রুহুল আমিন মিস্ত্রির ছেলে মো. রিপন (৩২)। এ ছাড়া অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার উদ্যোগে নির্মিত সাভারের জাতীয় অন্ধ সংস্থা মার্কেটে চাঁদা দাবি করে আসছিলেন পাভেলসহ তাঁর সহযোগীরা। মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ হাসানের কাছে কয়েক দিন যাবৎ এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল আহমেদ। তা না হলে সাভারে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলেও ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়। দাবি করা চাঁদা দিতে অস্বীকৃত জানালে অভিযুক্ত ব্যক্তিরা ফেসবুক লাইভে বিভিন্ন মিথ্যা তথ্য উপস্থাপন করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসানের চাচাতো ভাই মহব্বত আলী নামে এক ব্যক্তি সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, ‘অন্ধ মার্কেটে পাভেলের নিজস্ব কোনো দোকান নেই। কিন্তু তারা ১৩ লাখ টাকা চুক্তিতে অন্য একজনের মাধ্যমে বা নামে দোকান নিয়ে ৫ লাখ টাকা পরিশোধ করে। পরবর্তী সময় কোনো টাকা না দিয়ে পাভেল লাইব্রেরি নামে দোকান পরিচালনা করতে থাকে। এ ছাড়া অন্ধ মার্কেটের বিভিন্ন দোকান থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অন্ধ মার্কেটের কর্মচারীকে মারধর করে। পরে থানায় অভিযোগ দায়ের করি।’
ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা বলেন, ‘পাভেলের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে শুনেছি। যদি সে সত্যিই অপরাধী হয়, আমরা তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেব। আমরাও খোঁজখবর নিয়ে দেখছি, অভিযোগের সত্যতা কতটুকু।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাভেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫