Ajker Patrika

পিকআপসহ আন্তজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্য আটক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩: ০৯
পিকআপসহ আন্তজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্য আটক

গাজীপুরের কাপাসিয়ায় আন্তজেলা গাড়ি চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ এবং জব্দ করা হয়েছে চুরি হওয়া পিকআপ। গতকাল সোমবার রাত ১১টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. নাহিদ (২৪), মামুন মিয়া (৪০), আরিফুল ইসলাম (২১), মো. সাগর (১৯), মো. আসাদুল (২০) ও মো. ইয়ামিন (২০)। গতকাল রাত সোয়া ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত দুই ডিসেম্বর কাপাসিয়া থানা এলাকার বাসস্ট্যান্ড থেকে সোহেল বন্দুকসি নামের এক ব্যক্তির পিকআপ চুরি হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন। এরপর পিকআপ উদ্ধারে পুলিশ তৎপর হয়। বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান। এর মধ্যেই খবর পাওয়া যায়, চুরি যাওয়া পিকআপটি কাপাসিয়ার আমরাইদ এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে দেখা গেছে। পরে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আহমেদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আন্তজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যসহ পিকআপটি জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘আন্তজেলা সংঘবদ্ধ গাড়ি চোর দলের সদস্যদের আটকসহ চুরি যাওয়া পিকআপটি জব্দ করা হয়েছে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিন জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধ গাড়ি চোর দলের সদস্য বলে স্বীকার করেছেন। তা ছাড়া মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত বলেও স্বীকার করেছেন তাঁরা। তাঁদের আজ মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত