Ajker Patrika

সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৮: ০০
সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু 

ঢাকার সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত আকাশ মাহমুদ (২১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত আকাশ সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা। 

পুলিশ জানায়, সাভার পৌর এলাকায় পিনিক রাব্বি (২১) ও হৃদয়ের (২২) নেতৃত্বাধীন কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধ করে আসছিল। এই দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, মাদক কারবারসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। মাদক কারবারের ভাগ-বাঁটোয়ারা নিয়ে গত রোববার রাতে হৃদয় গ্রুপের সদস্যরা রাব্বি গ্রুপের আকাশ মাহমুদ (২১), ইয়াসিন (২২), সোহাগসহ (২১) আরও একজনকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা ওই রাতেই তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে আকাশ মারা যান। 

সাভার থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, হামলার ঘটনায় আহত একজন হাসপাতালে মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

এসআই সুদীপ কুমার গোপ আরও বলেন, হামলার ঘটনায় গত সোমবার থানায় মামলা হয়েছে। এখন তা হত্যা মামলায় রূপান্তরিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত