Ajker Patrika

৪৪ হজযাত্রীর টাকা আত্মসাৎকারী সেই অহিদুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৪: ৩৫
৪৪ হজযাত্রীর টাকা আত্মসাৎকারী সেই অহিদুল গ্রেপ্তার

চলতি বছর ৪৪ হজযাত্রীর হজের টাকা আত্মসাৎকারী সেই অহিদুল আলম ভূইয়াকে গ্রেপ্তার করেছ র‍্যাব। আজ সোমবার র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এই তথ্য জানান।

শিহাব করিম বলেন, ‘রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে র‍্যাব ২ ও ৯ ব্যাটালিয়নের সদস্যরা যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী। তিনি কুড়িলের সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক। তাঁর ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম একসঙ্গে মিলে ৪৪ হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়। তাঁরা আত্মগোপনে চলে যান।

গ্রেপ্তার অহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন বলেও জানান র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত