Ajker Patrika

শিবালয়ে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মো. শামীম (২৭) নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃত শামীম শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় সরকার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শামীমকে গ্রেপ্তার করে থানা নিয়ে আসা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বিষয়াদি প্রচার ও বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল। তাঁর বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছেন তিনি। ১০ দিনের রিমান্ড চেয়ে আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে তোলা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত