Ajker Patrika

বই মেলায় প্রবেশে পুলিশের কড়াকড়ি, তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বই মেলায় প্রবেশে পুলিশের কড়াকড়ি, তল্লাশি

বই মেলায় বোমা হামলার হুমকি পাওয়ার পর দর্শনার্থীদের প্রবেশে তল্লাশি জোরদার করেছে পুলিশ। পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও স্টলগুলোতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও পুলিশ বলছে এটা নিয়মিত কার্যক্রম।

আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় সব সময় নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়। আজ সকালে আমাদের সিটিটিসির সদস্যরা এখানে কাজ করেছেন। তাঁরা প্রতিদিনই এখানে নজরদারি করেন।’

এর আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালকের একটি চিঠি আসে গতকাল বৃহস্পতিবার। ওই চিঠিতে বলা হয়, ‘রাজধানীর দুটি আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলে, যা বন্ধ না করলে বই মেলায় বোমা হামলা চালানো হবে।’

চিঠিটি জঙ্গি সংগঠন দিয়েছে নাকি অন্য কেউ হোটেল দুটির নাম ব্যবহার করে শত্রুতা করে দিয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে হুমকিকে হুমকি হিসেবেই নিয়েছে পুলিশ ও র‍্যাব।

আজ সকালে র‍্যাব ও পুলিশ আলাদাভাবে মেলা প্রাঙ্গণে নিরাপত্তায় বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়েছে। প্রবেশ মুখেও পুলিশের কড়াকড়ি রয়েছে। ব্যাগ ও শরীর তল্লাশি করে ভেতরে প্রবেশের অনুমতি মিলছে।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, হুমকির চিঠি পাওয়ার পর  বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পুলিশ সদস্যরা সাদা পোশাকে ও ইউনিফর্মে মেলা এলাকায় দায়িত্ব পালন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত