Ajker Patrika

কর্ণফুলী গার্ডেনে চুরি, ৬০০ ভরি স্বর্ণ খোয়া যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্ণফুলী গার্ডেনে চুরি, ৬০০ ভরি স্বর্ণ খোয়া যাওয়ার অভিযোগ

রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের পাঁচ তলায় দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে শপিংমলের মোহনা জুয়েলার্স ও বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

এর মধ্যে মোহনা জুয়েলার্সের মালিক নির্মল কুমার গুপ্তের দাবি, তাঁর দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ ও নগদ সাত লাখ টাকা চুরি হয়েছে। আর নির্মলের ভাইয়ের দোকান থেকে ১০০ ভরির বেশি স্বর্ণ চুরি হয়েছে। 

শনিবার দুপুরে আজকের পত্রিকাকে চুরির তথ্য নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম। 

মনিরুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মীরা। সকালে এসে দোকান খুলে তাঁরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি। 

ওসি বলেন, কি পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে, তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে। মালিকেরা এলে অভিযোগ দেওয়ার পরে মামলা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে। 

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগের ডিসি বলেন, বাথরুমের দরজা দিয়ে চোর ভেতরে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোর শনাক্ত করতে কাজ চলছে। এ ছাড়া মার্কেটের নিরাপত্তারও ঘাটতি ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত