Ajker Patrika

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পথচারী নিহত 

নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পথচারী নিহত 

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পথচারী মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে ল্যাব জোন হাসপাতালের সামনে পদচারী সেতুর ওপরে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আবু সাঈদ হিমেল (১৮)। 

তিনি সাভার পৌর এলাকার বিনোদ বাইদ মহল্লার কামাল হোসেনের ছেলে। হিমেল রাজধানীর নীলক্ষেতে একটি কম্পিউটারের দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম ছুরিকাঘাতে হিমেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাভার ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালের কেয়ারটেকার সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে চার ব্যক্তি হিমেলকে এনে তাঁদের হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান। পড়ে দেখা যায় তিনি মৃত। বিষয়টি সাভার থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তাঁদের হেফাজতে নেয়। 

হিমেলের বাবা কামাল হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিন সকালে সাভারের বাসা থেকে কর্মস্থলে যেতো এবং রাতে বাসায় ফিরত। আজ রাত ৯টার দিকে ছেলের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। তখন সে হেমায়েতপুরে বাসে ছিল।’ 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, ‘আমার ধারণা বাস থেকে নামার পরপরই হিমেল ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে পদচারী সেতুর ওপরে নিয়ে যায়। এরপর তাঁকে ছুরিকাঘাত করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত