গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাত চুরির সময় স্থানীয় জেলেদের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন পাঁচ ব্যক্তি। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে মোস্তাক (২২), একই ইউনিয়নের বিলাল হোসেনের ছেলে সাহেদ (১৯), গাজীপুর মহানগরীর হানিফ মিয়ার ছেলে হৃদয় (১৯), নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া (২৮) ও বিল্লাল হোসেনের ছেলে সুজন মিয়া (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে রাখা পাত একটি পিকআপ ভ্যানে তোলার সময় মৎস্য খামারে মাছ শিকার করা জেলেরা তা দেখে ফেলেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে রেললাইনের পাত ও পিকআপসহ পাঁচজনকে আটক করে হাত-পা বেঁধে গণধোলাই দিয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, ‘আমি সকালে মসজিদে আজান দিতে এসে দেখি রেললাইনের পাশে পুঁতে রাখা লোহার পাতগুলো ওরা ওঠাচ্ছে। এ সময় আমি রেললাইনের পাশের একটি মৎস্য খামারে থাকা কয়েকজন জেলেকে ডেকে আনি। এরপর ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে ওরা রেলওয়ের কর্মচারী বলে দাবি করে। এ সময় আমার সন্দেহ হয়। এরপর আমাদের ডাকে অনেক লোক জড়ো হয়।’
স্থানীয় আরেক বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘আমরা মৎস্য খামারে মাছ শিকার করছিলাম। হঠাৎ করে লোহার একটি বিকট শব্দ শুনতে পাই। এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা তোতা মিয়া আমাদের ডাক দেন। আমরা খামার থেকে ওপরে উঠে দেখি রেললাইনের পাশে পুঁতে রাখা লোহার পাত ওরা উঠিয়ে একটি পিকআপ গাড়িতে তুলছে। এ সময় ওরা নিজেদের রেলওয়ের কর্মচারী বলে দাবি করে। সন্দেহ হলে আশপাশের আরও লোকজনকে ডাকাডাকি করে জড়ো করলে ওরা গাড়িভর্তি রেললাইনের পাত ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে হাত-পা বেঁধে গণধোলাই দেয়। তাদের সঙ্গে থাকা একজন পালিয়ে গেছে। পরবর্তীতে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।’
পরে ঘটনাস্থলে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মারুফ মোক্তার। তখন আটক ব্যক্তিরা তাঁর কাছে ক্ষমা চেয়ে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত বলতে পারব। রেললাইনের পাশে মাটিতে পুঁতে রাখা পাঁচটি লম্বা পাত ওরা গাড়িতে ভর্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের আটক করেন বলে শুনেছি।’
গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাত চুরির সময় স্থানীয় জেলেদের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন পাঁচ ব্যক্তি। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে মোস্তাক (২২), একই ইউনিয়নের বিলাল হোসেনের ছেলে সাহেদ (১৯), গাজীপুর মহানগরীর হানিফ মিয়ার ছেলে হৃদয় (১৯), নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া (২৮) ও বিল্লাল হোসেনের ছেলে সুজন মিয়া (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে রাখা পাত একটি পিকআপ ভ্যানে তোলার সময় মৎস্য খামারে মাছ শিকার করা জেলেরা তা দেখে ফেলেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে রেললাইনের পাত ও পিকআপসহ পাঁচজনকে আটক করে হাত-পা বেঁধে গণধোলাই দিয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা তোতা মিয়া বলেন, ‘আমি সকালে মসজিদে আজান দিতে এসে দেখি রেললাইনের পাশে পুঁতে রাখা লোহার পাতগুলো ওরা ওঠাচ্ছে। এ সময় আমি রেললাইনের পাশের একটি মৎস্য খামারে থাকা কয়েকজন জেলেকে ডেকে আনি। এরপর ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে ওরা রেলওয়ের কর্মচারী বলে দাবি করে। এ সময় আমার সন্দেহ হয়। এরপর আমাদের ডাকে অনেক লোক জড়ো হয়।’
স্থানীয় আরেক বাসিন্দা ইব্রাহিম বলেন, ‘আমরা মৎস্য খামারে মাছ শিকার করছিলাম। হঠাৎ করে লোহার একটি বিকট শব্দ শুনতে পাই। এর কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা তোতা মিয়া আমাদের ডাক দেন। আমরা খামার থেকে ওপরে উঠে দেখি রেললাইনের পাশে পুঁতে রাখা লোহার পাত ওরা উঠিয়ে একটি পিকআপ গাড়িতে তুলছে। এ সময় ওরা নিজেদের রেলওয়ের কর্মচারী বলে দাবি করে। সন্দেহ হলে আশপাশের আরও লোকজনকে ডাকাডাকি করে জড়ো করলে ওরা গাড়িভর্তি রেললাইনের পাত ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে হাত-পা বেঁধে গণধোলাই দেয়। তাদের সঙ্গে থাকা একজন পালিয়ে গেছে। পরবর্তীতে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।’
পরে ঘটনাস্থলে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মারুফ মোক্তার। তখন আটক ব্যক্তিরা তাঁর কাছে ক্ষমা চেয়ে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত বলতে পারব। রেললাইনের পাশে মাটিতে পুঁতে রাখা পাঁচটি লম্বা পাত ওরা গাড়িতে ভর্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের আটক করেন বলে শুনেছি।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫