Ajker Patrika

ভণ্ড দরবেশের খপ্পরে নারী চিকিৎসক, খুইয়েছেন ২৫ লাখ টাকা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ২০
ভণ্ড দরবেশের খপ্পরে নারী চিকিৎসক, খুইয়েছেন ২৫ লাখ টাকা  

ব্যক্তিগত সমস্যা সমাধানের কথা বলে এক নারী চিকিৎসকের কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কথিত এক দরবেশ। এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় ভুক্তভোগীর দায়ের করা মামলার অনুসন্ধানে নেমে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার।

আজ সোমবার সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

সিআইডির প্রধান বলেন, গত বছর এক নারী চিকিৎসকের পরিচয় হয় এক দরবেশের সঙ্গে। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যায় থাকা ওই চিকিৎসক তা সমাধানে দ্বারস্থ হন ভণ্ড দরবেশের কাছে। সমস্যা সমাধানের কথা বলে ভুক্তভোগীর নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেন ভণ্ড দরবেশ।

ভুক্তভোগী একপর্যায়ে বুঝতে পারেন তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। তখন খিলগাঁও থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে নেমে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

এই চক্রের মূল হোতা আশিকুর রহমানকে মাগুরা থেকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থেকে বাকিরা গ্রেপ্তার হয় সিআইডির হাতে। চক্রটি ঢাকার বিভিন্ন এলাকায় ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল বলেও জানান এই কর্মকর্তা।

ভুক্তভোগী নারীর অভিযোগের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘ভুক্তভোগী ওই নারী পারিবারিক সমস্যায় থাকায় মুক্তির পথ খুঁজছিলেন। এ অবস্থায় ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তাঁর চোখ আটকে যায়। বিজ্ঞাপনে একজন সুদর্শন ব্যক্তি দরবেশ বেশধারী নিজেকে সৌদি আরবের মসজিদে নববির ইমাম পরিচয় দিয়ে বলছেন, তিনি কোরআন-হাদিসের আলোকে মানুষের সমস্যা সমাধানে কাজ করেন। বিজ্ঞাপনটি মন কাড়ে ওই নারী চিকিৎসকের।

পরবর্তীকালে বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন তিনি। অপর প্রান্তে থাকা দরবেশ বেশধারী ব্যক্তি সুন্দরভাবে কথা বলে তাঁর পারিবারিক সমস্যা শুনতে চান।

ভুক্তভোগী চিকিৎসক তাঁর পরিবারের সমস্যার কথা তুলে ধরেন কথিত দরবেশ বাবার কাছে। সমস্যার কথা শুনে দরবেশ তাঁকে বলেন, ‘মা তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। বাবার ওপর আস্থা রাখো। তোমাকে মা বলে ডাকলাম। আজ থেকে তুমি আমার মেয়ে। তবে কিছু খরচ লাগবে। খরচের কথা কাউকে জানানো যাবে না। জানালে সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যা আরও বাড়বে এবং তোমার ছেলে, মেয়ে ও স্বামীর ক্ষতি হবে। নারী চিকিৎসক ভণ্ড দরবেশের কথায় তার ভক্ত হয়ে যান। এর পর থেকে বিভিন্ন ধাপে বিভিন্ন সময়ে অলৌকিক সমস্যার কথা বলে প্রলোভন ও ভয়ভীতির মাধ্যমে মোট ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র।’

গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তাঁরা ২০২০-২১ সাল থেকে এই প্রতারণার সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪১টি মোবাইল ফোন, বিপুলসংখ্যক সিমকার্ড ও ডিজিটাল আলামত উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত