Ajker Patrika

কালীগঞ্জে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করল র‍্যাব

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালীগঞ্জে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করল র‍্যাব

গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন শুক্কুর (৫০) এবং একই গ্রামের বাসিন্দা ও উপজেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি আলম ভূঁইয়াকে (৫৮) আটক করা হয়।

গতকাল শনিবার রাতেই ওই দুই নেতাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে র‍্যাব। আজ রোববার সকালে তাঁদের গাজীপুর আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের বিচারক তাঁদের জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকার ডি ব্লকের বাসিন্দা মো. মাহবুব হোসেন কালীগঞ্জের বাঘারপাড়া এলাকায় একটি কারখানা পরিচালনা করে আসছেন। গত বছরের ৩০ ডিসেম্বর সেখানে নির্মাণকাজ করতে গেলে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেন শুক্কুর, আলম ভূঁইয়া, পরাগ ভূঁইয়া, নীরব ভূঁইয়া, মাছুম ভূঁইয়াসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-সাতজন দেশীয় অস্ত্রসহ কারখানায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

মো. মাহবুব হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নীরব তাঁকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এ সময় তাঁরা মাহবুবকে এলোপাতাড়ি মারধরসহ কারখানার গ্লাস ভাঙচুর করে। সন্ত্রাসীরা যাওয়ার সময় চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দেবে না এবং প্রয়োজনে তাঁকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে গত ৫ জানুয়ারি মো. মাহবুব হোসেন বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা করেন।

গত ২০ জানুয়ারি মাহবুব হোসেন ব্যক্তিগত গাড়িতে কারখানায় গেলে অজ্ঞাতপরিচয় ১০-১৫ জন গাড়ির গতিরোধ করে তাঁকে শারীরিক নির্যাতনসহ অশালীন ভাষায় গালমন্দ করে আদালতে করা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। পরে মামলার বাদী কালীগঞ্জ থানায় মোবাইল ফোনে বিষয়টি অবহিত করলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ বিষয়ে তিনি গত ২২ জানুয়ারি বাদী হয়ে কালীগঞ্জ থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, র‍্যাব দুজন আসামিকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত