নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নাসিরকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির একটি দল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম–কমিশনার হারুন–অর–রশিদ সাংবাদিকদের জানান, পরীমণির মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান। যাচাই–বাছাই শেষে আরও বিশদ তথ্য দেওয়া হবে। নাসির উদ্দিনের বাড়ি থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে বলেও জানান তিনি।
আজ সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।
এদিকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে সাংবাদিকদের সামনে দাবি করেন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির। সদস্য না হয়েও ক্লাবে প্রবেশ করা নিয়ে পরীমণির সঙ্গে তাঁর বচসা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে গতকাল রোববার দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন পরীমণি। গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পরীমণি অভিযোগ করেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’
আরও পড়ুন:
ঢাকা: নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নাসিরকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির একটি দল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম–কমিশনার হারুন–অর–রশিদ সাংবাদিকদের জানান, পরীমণির মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান। যাচাই–বাছাই শেষে আরও বিশদ তথ্য দেওয়া হবে। নাসির উদ্দিনের বাড়ি থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে বলেও জানান তিনি।
আজ সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।
এদিকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে সাংবাদিকদের সামনে দাবি করেন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির। সদস্য না হয়েও ক্লাবে প্রবেশ করা নিয়ে পরীমণির সঙ্গে তাঁর বচসা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে গতকাল রোববার দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন পরীমণি। গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পরীমণি অভিযোগ করেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’
আরও পড়ুন:
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে