Ajker Patrika

প্রধান আসামি নাসিরসহ আটক ৫, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ জুন ২০২১, ১৩: ০৫
প্রধান আসামি নাসিরসহ আটক ৫, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ঢাকা: নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নাসিরকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির একটি দল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম–কমিশনার হারুন–অর–রশিদ সাংবাদিকদের জানান, পরীমণির মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান। যাচাই–বাছাই শেষে আরও বিশদ তথ্য দেওয়া হবে। নাসির উদ্দিনের বাড়ি থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে বলেও জানান তিনি।

আজ সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।

এদিকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে সাংবাদিকদের সামনে দাবি করেন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির। সদস্য না হয়েও ক্লাবে প্রবেশ করা নিয়ে পরীমণির সঙ্গে তাঁর বচসা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে গতকাল রোববার দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন পরীমণি। গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পরীমণি অভিযোগ করেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত