Ajker Patrika

ধর্ষণে ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ভাশুরের বিরুদ্ধে

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২২: ৫৯
ধর্ষণে ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ভাশুরের বিরুদ্ধে

মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ভুক্তভোগী ওই গৃহবধূর ভাশুর আব্দুল কাদের ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধূ। এর আগে গত শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামী একজন সিঙ্গাপুর প্রবাসী। দীর্ঘদিন ধরে আমার স্বামী প্রবাসে থাকায় আমার ভাশুর আব্দুল কাদের আমার প্রতি তার কুনজর পরে। বিষয়টি আমি বুজতে পেরে তাঁকে এড়িয়ে চলি। কিন্তু মাঝে মধ্যে আমার ঘরে এসে আমাকে কুপ্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ভাশুর আব্দুল কাদের আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়টি আমি আমার শ্বশুর ও শাশুড়িকে জানাই। শ্বশুর শাশুড়ি উল্টো আমাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে এলাকার মাতব্বরদের সহায়তায় বাড়ি আসি।’

তিনি আরও বলেন, ‘গত শুক্রবার দুপুরে আমাকে ঘরে একা পেয়ে আমার ভাশুর ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমার চিৎকার শুনে আমার শ্বশুর শাশুড়ি এসে তারা মিলে লাঠি দিয়ে আমাকে মারপিট করে আহত করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতাল ভর্তি করেছে।’

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল কাদেরের মোবাইল কল করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই ভুক্তভোগী নারীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত