Ajker Patrika

শিক্ষক হত্যার ঘটনায় ৫ দিনের রিমান্ডে অভিযুক্ত ছাত্রের বাবা

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২২, ১৮: ১২
শিক্ষক হত্যার ঘটনায় ৫ দিনের রিমান্ডে অভিযুক্ত ছাত্রের বাবা

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ছাত্রের বাবা উজ্জ্বল হাজির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। 

এর আগে দুপুরে আশুলিয়া থানা থেকে উজ্জ্বল হাজিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তবে এই মামলায় মূল আসামি জিতু এখানো পলাতক। 

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের কোর্ট পরিদর্শক মতিয়ার রহমান মিয়া বলেন, বিকেল ৪টায় আদালতের শুনানি শুরু হয়। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে অভিযুক্ত ছাত্রের বাবা উজ্জ্বল হাজিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা-পুলিশ। উৎপল কুমার সরকারের বড় ভাই অসীম কুমার সরকার গত রোববার বাদী হয়ে জিতুকে প্রধান আসামি করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন। সেই মামলায় উজ্জ্বল হাজিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

২৫ জুন শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। এ ঘটনায় রোববার জিতু ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিক্ষক উৎপলের ভাই অজিত কুমার সরকার। 

উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার মারা যান। ঘটনার পর থেকে জিতু পলাতক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত