Ajker Patrika

স্ত্রী হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ৫৪
স্ত্রী হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় আকবর হোসেন (২৬) নামের এক যুবক তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আজ শুক্রবার গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। রাতেই আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আকবর হোসেন ভোলা জেলার রামদাসপুর এলাকার আমির হোসেনের ছেলে। নিহত গৃহবধূ হলেন ভোলা জেলার একই এলাকায় মাহাবুবুল আলমের মেয়ে আঁখি আক্তার (২৩)। 

পুলিশ ও নিহতের পরিবার বলছে, আঁখি আক্তার উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী আনোয়ার হোসেন একজন সবজি বিক্রেতা। কয়েক বছর আগে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাঁদের মধ্যে যৌতুক নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটির একপর্যায়ে গত রাতে স্বামী শিলপাটা দিয়ে স্ত্রী আঁখি আক্তারকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে যায়। এ সময় আকবর হোসেন ঘরের দরজা বন্ধ করে রাখেন। এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্বামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শুক্রবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দিয়ে আসামিকে গাজীপুর জেলাহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত