নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্যার এফ রহমান হলের সামনে বুধবার রাত সোয়া ১২টার দিকে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫।
আজ শুক্রবার বিকেলে মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, ‘লাঞ্ছনার ঘটনায় ওই তরুণী মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় মামলা হয়েছে।’
অভিযুক্তকে শনাক্তের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি বলেন, ‘ভিকটিমের বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিলেন। চেহারার ওভাবে বর্ণনা পাইনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে পারব।’
২৩ বছর বয়সী ওই তরুণী মামলায় উল্লেখ করেছেন, বুধবার রাতে তাঁর ভাইয়ের বাসা ধানমন্ডি থেকে তিনি রিকশায় পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলেন। রাত ১২টা ১৭ থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে নীলক্ষেত থেকে যখন টিএসসির দিকে যান, তখন কলা ভবনের কাছাকাছি ঘটনাটি ঘটে।
তরুণী মামলার এজাহারে বলেন, ‘আমি আপসেট হয়ে পড়ি, তাই জায়গাটা সঠিক বলতে পারছি না। আমি হেডফোনে গান শুনছিলাম। আমার রিকশার বাম সাইডে হঠাৎ বাইকে একটা লোক এসে আমার বুকে হাত দেয় এবং খুব জোরে টান দেয়। এতে আমার জামাটা ছিঁড়ে যায়।’
ওই তরুণী আরও উল্লেখ করেন, ‘ওই লোক যাওয়ার সময় রাগান্বিত চোখে আমাকে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। তখন রিকশাওয়ালাকে বলেছিলাম তাকে আটকানোর জন্য, কিন্তু আটকানো সম্ভব হয়নি। সে দ্রুত বাইক চালিয়ে চলে যায়। ওই লোক বাইকে একাই ছিল। হেলমেট পরা ছিল। ভয়ে বাইকটার নম্বরও লক্ষ করতে পারিনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্যার এফ রহমান হলের সামনে বুধবার রাত সোয়া ১২টার দিকে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫।
আজ শুক্রবার বিকেলে মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, ‘লাঞ্ছনার ঘটনায় ওই তরুণী মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় মামলা হয়েছে।’
অভিযুক্তকে শনাক্তের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি বলেন, ‘ভিকটিমের বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিলেন। চেহারার ওভাবে বর্ণনা পাইনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে পারব।’
২৩ বছর বয়সী ওই তরুণী মামলায় উল্লেখ করেছেন, বুধবার রাতে তাঁর ভাইয়ের বাসা ধানমন্ডি থেকে তিনি রিকশায় পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলেন। রাত ১২টা ১৭ থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে নীলক্ষেত থেকে যখন টিএসসির দিকে যান, তখন কলা ভবনের কাছাকাছি ঘটনাটি ঘটে।
তরুণী মামলার এজাহারে বলেন, ‘আমি আপসেট হয়ে পড়ি, তাই জায়গাটা সঠিক বলতে পারছি না। আমি হেডফোনে গান শুনছিলাম। আমার রিকশার বাম সাইডে হঠাৎ বাইকে একটা লোক এসে আমার বুকে হাত দেয় এবং খুব জোরে টান দেয়। এতে আমার জামাটা ছিঁড়ে যায়।’
ওই তরুণী আরও উল্লেখ করেন, ‘ওই লোক যাওয়ার সময় রাগান্বিত চোখে আমাকে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। তখন রিকশাওয়ালাকে বলেছিলাম তাকে আটকানোর জন্য, কিন্তু আটকানো সম্ভব হয়নি। সে দ্রুত বাইক চালিয়ে চলে যায়। ওই লোক বাইকে একাই ছিল। হেলমেট পরা ছিল। ভয়ে বাইকটার নম্বরও লক্ষ করতে পারিনি।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৯ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫