নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্যার এফ রহমান হলের সামনে বুধবার রাত সোয়া ১২টার দিকে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫।
আজ শুক্রবার বিকেলে মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, ‘লাঞ্ছনার ঘটনায় ওই তরুণী মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় মামলা হয়েছে।’
অভিযুক্তকে শনাক্তের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি বলেন, ‘ভিকটিমের বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিলেন। চেহারার ওভাবে বর্ণনা পাইনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে পারব।’
২৩ বছর বয়সী ওই তরুণী মামলায় উল্লেখ করেছেন, বুধবার রাতে তাঁর ভাইয়ের বাসা ধানমন্ডি থেকে তিনি রিকশায় পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলেন। রাত ১২টা ১৭ থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে নীলক্ষেত থেকে যখন টিএসসির দিকে যান, তখন কলা ভবনের কাছাকাছি ঘটনাটি ঘটে।
তরুণী মামলার এজাহারে বলেন, ‘আমি আপসেট হয়ে পড়ি, তাই জায়গাটা সঠিক বলতে পারছি না। আমি হেডফোনে গান শুনছিলাম। আমার রিকশার বাম সাইডে হঠাৎ বাইকে একটা লোক এসে আমার বুকে হাত দেয় এবং খুব জোরে টান দেয়। এতে আমার জামাটা ছিঁড়ে যায়।’
ওই তরুণী আরও উল্লেখ করেন, ‘ওই লোক যাওয়ার সময় রাগান্বিত চোখে আমাকে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। তখন রিকশাওয়ালাকে বলেছিলাম তাকে আটকানোর জন্য, কিন্তু আটকানো সম্ভব হয়নি। সে দ্রুত বাইক চালিয়ে চলে যায়। ওই লোক বাইকে একাই ছিল। হেলমেট পরা ছিল। ভয়ে বাইকটার নম্বরও লক্ষ করতে পারিনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্যার এফ রহমান হলের সামনে বুধবার রাত সোয়া ১২টার দিকে এক তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫।
আজ শুক্রবার বিকেলে মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার। তিনি বলেন, ‘লাঞ্ছনার ঘটনায় ওই তরুণী মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় মামলা হয়েছে।’
অভিযুক্তকে শনাক্তের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি বলেন, ‘ভিকটিমের বক্তব্য অনুযায়ী আসামি হেলমেট পরা ছিলেন। চেহারার ওভাবে বর্ণনা পাইনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে পারব।’
২৩ বছর বয়সী ওই তরুণী মামলায় উল্লেখ করেছেন, বুধবার রাতে তাঁর ভাইয়ের বাসা ধানমন্ডি থেকে তিনি রিকশায় পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলেন। রাত ১২টা ১৭ থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে নীলক্ষেত থেকে যখন টিএসসির দিকে যান, তখন কলা ভবনের কাছাকাছি ঘটনাটি ঘটে।
তরুণী মামলার এজাহারে বলেন, ‘আমি আপসেট হয়ে পড়ি, তাই জায়গাটা সঠিক বলতে পারছি না। আমি হেডফোনে গান শুনছিলাম। আমার রিকশার বাম সাইডে হঠাৎ বাইকে একটা লোক এসে আমার বুকে হাত দেয় এবং খুব জোরে টান দেয়। এতে আমার জামাটা ছিঁড়ে যায়।’
ওই তরুণী আরও উল্লেখ করেন, ‘ওই লোক যাওয়ার সময় রাগান্বিত চোখে আমাকে কিছু একটা বলতে বলতে যাচ্ছিল। তখন রিকশাওয়ালাকে বলেছিলাম তাকে আটকানোর জন্য, কিন্তু আটকানো সম্ভব হয়নি। সে দ্রুত বাইক চালিয়ে চলে যায়। ওই লোক বাইকে একাই ছিল। হেলমেট পরা ছিল। ভয়ে বাইকটার নম্বরও লক্ষ করতে পারিনি।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪