ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরের দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের গোলাম মোস্তফা (৩৯), রাশেদ মোল্লা (৩৮) ও নাঈম হোসেন মোল্লা (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুরের কর্মী দেলোয়ার হোসেন। দেলোয়ারের সঙ্গে মেম্বার প্রার্থী গোলাম মোস্তফাসহ অন্য আসামিদের জমিসংক্রান্ত পূর্বশত্রুতার বিরোধ চলে আসছিল। গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দিন নির্বাচন শেষে রাত সাড়ে ৯টার দিকে দেলোয়ারসহ আরও কয়েকজন নিজ বাড়ির দিকে রওনা দেন। এ সময় কুরুঙ্গী মসজিদের পাশের রাস্তায় তাঁদের ওপর বাঁশের লাঠি, লোহার রড়, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ করা হয়।
আসামিদের আক্রমণের একপর্যায়ে চিৎকার শুনে ভুক্তভোগী নছর উদ্দিন মোল্লা ঘটনাস্থলে আসেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁর বুকে লাথি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের ছেলে বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যান। পরে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৪।
র্যাব আরও জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন আসামি মানিকগঞ্জের সিংগাইর এলাকায় আত্মগোপনে রয়েছেন। সিংগাইর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা উক্ত হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। বিবাদীদের সঙ্গে আসামিদের পূর্বের জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃত আসামিদের ধামরাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং হত্যার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর নছর উদ্দিন হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরের দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের গোলাম মোস্তফা (৩৯), রাশেদ মোল্লা (৩৮) ও নাঈম হোসেন মোল্লা (১৯)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুরের কর্মী দেলোয়ার হোসেন। দেলোয়ারের সঙ্গে মেম্বার প্রার্থী গোলাম মোস্তফাসহ অন্য আসামিদের জমিসংক্রান্ত পূর্বশত্রুতার বিরোধ চলে আসছিল। গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনের দিন নির্বাচন শেষে রাত সাড়ে ৯টার দিকে দেলোয়ারসহ আরও কয়েকজন নিজ বাড়ির দিকে রওনা দেন। এ সময় কুরুঙ্গী মসজিদের পাশের রাস্তায় তাঁদের ওপর বাঁশের লাঠি, লোহার রড়, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ করা হয়।
আসামিদের আক্রমণের একপর্যায়ে চিৎকার শুনে ভুক্তভোগী নছর উদ্দিন মোল্লা ঘটনাস্থলে আসেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে তাঁর বুকে লাথি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের ছেলে বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যান। পরে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-৪।
র্যাব আরও জানায়, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন আসামি মানিকগঞ্জের সিংগাইর এলাকায় আত্মগোপনে রয়েছেন। সিংগাইর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা উক্ত হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। বিবাদীদের সঙ্গে আসামিদের পূর্বের জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃত আসামিদের ধামরাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন এবং হত্যার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫