Ajker Patrika

মেট্রোরেলের কোচে ঢিল ছোড়ার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৪ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৬: ০৭
মেট্রোরেলের কোচে ঢিল ছোড়ার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ২৪ আগস্ট

মেট্রোরেলের কোচে ঢিল ছোড়ার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই তারিখ ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলে কে বা কারা ঢিল ছোড়ে। এতে কোচটির পূর্ব পাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্ব পাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করে কর্তৃপক্ষ।

এ ঘটনায় পরদিন রাতে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মেট্রোরেল আইন, ২০১৫-এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এতে একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় অভিযোগে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত