নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে তদন্ত করবেন।’
২০০২ সালের ৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে যাত্রা শুরু করে লিডিং ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২ হাজার ৬২৩ এবং স্থায়ী ও খণ্ডকালীন শিক্ষক ১১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে ১৭টি প্রোগ্রাম চালু আছে।
ইউজিসি থেকে জানা যায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। কমিটির অপর দুই সদস্য হলেন ইউজিসির বেসরকারি শাখার উপপরিচালক মো. রোকনুজ্জামান ও সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
ইউজিসি সূত্র জানায়, চলতি মাসের ২৭ জুলাই লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে যাবে তদন্ত দল। ওই দিন সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল ‘লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের স্তূপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোন নিয়মের তোয়াক্কা করেন না কাজী আজিজুল মাওলা। এ ছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিদেশে পাচার, যুক্তরাষ্ট্রে বসে অফিস পরিচালনা, স্বজনপ্রীতি, ব্যক্তিগত ভ্রমণের নামে টিএ-ডিএ নেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে।
বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ বুধবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘বেসরকারি লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে তদন্ত করবেন।’
২০০২ সালের ৪ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার রাগীব নগরে যাত্রা শুরু করে লিডিং ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২ হাজার ৬২৩ এবং স্থায়ী ও খণ্ডকালীন শিক্ষক ১১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগে ১৭টি প্রোগ্রাম চালু আছে।
ইউজিসি থেকে জানা যায়, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। কমিটির অপর দুই সদস্য হলেন ইউজিসির বেসরকারি শাখার উপপরিচালক মো. রোকনুজ্জামান ও সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।
ইউজিসি সূত্র জানায়, চলতি মাসের ২৭ জুলাই লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে যাবে তদন্ত দল। ওই দিন সংশ্লিষ্টদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল ‘লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের স্তূপ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোন নিয়মের তোয়াক্কা করেন না কাজী আজিজুল মাওলা। এ ছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্থ বিদেশে পাচার, যুক্তরাষ্ট্রে বসে অফিস পরিচালনা, স্বজনপ্রীতি, ব্যক্তিগত ভ্রমণের নামে টিএ-ডিএ নেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১৯ ঘণ্টা আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫