Ajker Patrika

বাইরে তালা, ভেতরে প্রেমিক-প্রেমিকার মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৮: ২৮
বাইরে তালা, ভেতরে প্রেমিক-প্রেমিকার মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ থেকে ইভানা রোজারিও (২২) ও হৃদয় গমেজ (২৫) নামের দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা দুজন প্রেমিক-প্রেমিকা বলে জানা গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে হৃদয় গমেজের বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, ইভানা রোজারিওকে হত্যার পর হৃদয় গমেজ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমার।

জানা যায়, বুধবার সকালে হৃদয় গমেজের মা স্থানীয় ভূমি রেজিস্ট্রি অফিসে যান জমি রেজিস্ট্রি করতে। ফাঁকা বাড়িতে প্রেমিকা ইভানা রোজারিওকে ডেকে আনেন হৃদয়। সন্ধ্যা ৭টার দিকে হৃদয়ের মা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে দেখেন ঘরের মেঝেতে দুজনের মরদেহ পড়ে আছে। হৃদয়ের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের।

হৃদয় গমেজ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে। ইভানা একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে।    

ওসি জানান, সকালে হৃদয়ের মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো এক সময় ইভানাকে বাড়ি ডেকে আনা হয়। সকাল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময়ে প্রেমিকাকে ছুরিকাঘাত করে হত্যা করে হৃদয় নিজেই নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যা করেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের দরজা বন্ধ পেয়ে দেয়াল টপকে ঘরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করি। এ সময় হৃদয়ের পেটে ছুরিকাঘাত ও হাতে ছুরি ছিল। আর ইভানার গলায় ছুরিকাঘাত ছিল। ঘরের মেঝেতে ইভার ওপর হৃদয়ের মরদেহ পড়ে ছিল। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে না নেওয়ায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আনিসুর রহমান আরও বলেন, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত