সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের নির্বাচিত এক ইউপি সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে একটি ধানখেতের পাশে ওই ইউপি সদস্যের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত ইউপি সদস্য পাতিলাপাড়া গ্রামের দারোগা আলীর ছেলে ফরহাদ মিয়া (৫৩)। এ ঘটনায় থানা-পুলিশ, সিআইডিসহ পুলিশের বিভিন্ন টিম তদন্তের ব্যাপারে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মেশিনের তেল আনার জন্য দোকান যান তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন রাতে এলাকার আশপাশে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেন।
নিহত ইউপি সদস্যের সহযোগী ফারুক (৩০) বলেন, ‘রাতে নিহত ইউপি সদস্যকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। একটি অপরিচিত নম্বর থেকে রাত প্রায় সাড়ে ১০টার দিকে তাঁকে ফোন করি। কিন্তু ফোন রিসিভ করে তিনি কথা বলেননি। এরপর থেকেই তাঁর ফোন নম্বর বন্ধ পাচ্ছি। সকাল ৬টার দিকে খবর শুনি, ইবাদতের বাড়ির ধানখেতের পাশে কে বা কারা খুন করে ইউপি সদস্যের মরদেহ ফেলে রেখে গেছে।
এ বিষয়ে নিহত ইউপি সদস্যের মেয়ে ফরিদা বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় দোকান থেকে তেল আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি বাবা। সারা রাত খোঁজাখুঁজি করে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো সন্ধান পাইনি। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ইবাদতের বাড়ির কাছে ধানখেতের পাশে দেখি সারা শরীরে মাটি জড়ানো বাবার মরদেহ।’
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পিবিআই টিমের এসআই সামরুল ইসলাম জানান, কী কারণে বা কারা হত্যা করেছে—এ তথ্য এখনো জানা যায়নি। তবে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে আমাদের টিমের কনস্টেবল আলমগীর হোসেন ধানখেতের ভেতর থেকে নিহতের মোবাইল উদ্ধার করেছেন। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে খুনিকে শনাক্ত করা হবে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের নির্বাচিত এক ইউপি সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে একটি ধানখেতের পাশে ওই ইউপি সদস্যের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত ইউপি সদস্য পাতিলাপাড়া গ্রামের দারোগা আলীর ছেলে ফরহাদ মিয়া (৫৩)। এ ঘটনায় থানা-পুলিশ, সিআইডিসহ পুলিশের বিভিন্ন টিম তদন্তের ব্যাপারে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মেশিনের তেল আনার জন্য দোকান যান তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন রাতে এলাকার আশপাশে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেন।
নিহত ইউপি সদস্যের সহযোগী ফারুক (৩০) বলেন, ‘রাতে নিহত ইউপি সদস্যকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। একটি অপরিচিত নম্বর থেকে রাত প্রায় সাড়ে ১০টার দিকে তাঁকে ফোন করি। কিন্তু ফোন রিসিভ করে তিনি কথা বলেননি। এরপর থেকেই তাঁর ফোন নম্বর বন্ধ পাচ্ছি। সকাল ৬টার দিকে খবর শুনি, ইবাদতের বাড়ির ধানখেতের পাশে কে বা কারা খুন করে ইউপি সদস্যের মরদেহ ফেলে রেখে গেছে।
এ বিষয়ে নিহত ইউপি সদস্যের মেয়ে ফরিদা বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় দোকান থেকে তেল আনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি বাবা। সারা রাত খোঁজাখুঁজি করে বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো সন্ধান পাইনি। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ইবাদতের বাড়ির কাছে ধানখেতের পাশে দেখি সারা শরীরে মাটি জড়ানো বাবার মরদেহ।’
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা পিবিআই টিমের এসআই সামরুল ইসলাম জানান, কী কারণে বা কারা হত্যা করেছে—এ তথ্য এখনো জানা যায়নি। তবে তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে আমাদের টিমের কনস্টেবল আলমগীর হোসেন ধানখেতের ভেতর থেকে নিহতের মোবাইল উদ্ধার করেছেন। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে খুনিকে শনাক্ত করা হবে। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫