Ajker Patrika

এডিট করা ছবি দেখিয়ে শ্যালিকাকে ‘ধর্ষণচেষ্টা’, দুলাভাই গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
এডিট করা ছবি দেখিয়ে শ্যালিকাকে ‘ধর্ষণচেষ্টা’, দুলাভাই গ্রেপ্তার

এডিট করে শ্যালিকার আপত্তিকর ছবি তৈরি করে ব্ল্যাকমেল করে ‘ধর্ষণের চেষ্টা’ করেন ভুক্তভোগীর দুলাভাই। এ ঘটনায় আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর আশুলিয়ার ইব্রাহিম হোসেন বাবু ওরফে রাজু (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর একটি দল।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ইব্রাহিমকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে তাঁকে আশুলিয়ার বাইপাইলের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ইব্রাহিম হোসেন নাটোর জেলার বড়াই থানার মৃত মফিজ উদ্দিনের ছেলে। বর্তমানে আশুলিয়ার বাইপাইলে জহিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন এবং পেশায় পরিবহন ব্যবসায়ী।

ভুক্তভোগী নারী ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা যান। পরে শিশু সন্তানসহ বোনের বাড়ির কাছাকাছি একটি বাসা ভাড়া নেই। তখন থেকে বিভিন্নভাবে তাঁর দুলাভাই ইব্রাহিম তাঁকে কু-প্রস্তাব দিয়ে আসছেন। তার সঙ্গে রাত কাটানোর জন্য বোনকেও চাপ সৃষ্টি ও মারধর করতেন। কোনোভাবেই রাজি না হলে ভুক্তভোগীর ভালো ছবিগুলো এডিট করে আপত্তিকর ছবি বানিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করেন ইব্রাহিম। সামাজিক মাধ্যম ছড়িয়ে দেওয়া হুমকি দেন। এক সময় তাঁকে ধর্ষণ চেষ্টা করেন। পরে বিষয়টি নিয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ এবং র‍্যাবকেও জানান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জিএম আসলামুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন তাঁর শ্যালিকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত