নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১ হাজার ১৬১ কোটি টাকার দুর্নীতি মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ও বর্তমান ২১ কর্মকর্তার জামিন আবেদনের ওপর শুনানি হয়নি। তাঁরা যেমন আছেন, তেমন থাকবেন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দিয়েছেন।
আদেশে বলা হয়েছে, ওই দিন আত্মসমর্পণ করা আসামিদের জামিনের আবেদনের ওপর আরও শুনানি গ্রহণ করা হবে। এরপর তাঁদের জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে। আজ তাঁদের জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। আসামিদের পক্ষে শুনানির জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। ৮ মে তিনজনের জামিন আবেদন শুনানি হয়। পরে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে।
এর আগে গত ১৫ মার্চ ২১ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ৮ মে পর্যন্ত আসামিরা যেমন ছিলেন তেমন থাকবেন নির্দেশ দিয়ে শুনানির তারিখ ধার্য করেন।
গত ৮ ফেব্রুয়ারি মামলায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট এই কর্মকর্তাদের জামিন দিতে অস্বীকৃতি জানান এবং তাঁদের তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশনা অনুযায়ী ২১ জন জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন।
গত ৬ ফেব্রুয়ারি বিমানের সাবেক ফ্লাইট ক্যাপ্টেন (অপারেশন) ইশরাত আহমেদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ক্ষমতার অপব্যবহার করে প্রথমে নিজেদের লাভের জন্য এবং পরে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ইজারা ও পুনরায় সরবরাহ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ১ হাজার ১৬১ কোটি টাকা লোকসান করেন।
দুদক সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০১৪ সালে ইজিপ্ট এয়ারের কাছ থেকে পাঁচ বছরের চুক্তিতে দুটি বোয়িং ৭-২০০ ইআর মডেলের উড়োজাহাজ ইজারা নেয়। প্রথম বছরের শেষে দুটি উড়োজাহাজেরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিনগুলো ১২ থেকে ১৫ বছরের পুরোনো ছিল।
উড়োজাহাজ সচল রাখার জন্য ইজিপ্ট এয়ারের কাছ থেকে আরেকটি ইঞ্জিন ইজারা নেওয়া হয়। দেড় বছর পর সেটিও নষ্ট হয়ে যায়। এতে পাঁচ বছরে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১০০ কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তদন্তে এসব তথ্য উঠে আসে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রথমে বিষয়টি খতিয়ে দেখে এবং দুটি উড়োজাহাজ ইজারা নেওয়ার ক্ষেত্রে অনিয়মের খোঁজ পায়। পরে দুদককে বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করা হয়। এরপর দুই সদস্যের একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করে দুদক। অনুসন্ধান শেষে দুদক এই মামলা করে।
১ হাজার ১৬১ কোটি টাকার দুর্নীতি মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ও বর্তমান ২১ কর্মকর্তার জামিন আবেদনের ওপর শুনানি হয়নি। তাঁরা যেমন আছেন, তেমন থাকবেন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দিয়েছেন।
আদেশে বলা হয়েছে, ওই দিন আত্মসমর্পণ করা আসামিদের জামিনের আবেদনের ওপর আরও শুনানি গ্রহণ করা হবে। এরপর তাঁদের জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে। আজ তাঁদের জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। আসামিদের পক্ষে শুনানির জন্য সময় চাইলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। ৮ মে তিনজনের জামিন আবেদন শুনানি হয়। পরে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে।
এর আগে গত ১৫ মার্চ ২১ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ৮ মে পর্যন্ত আসামিরা যেমন ছিলেন তেমন থাকবেন নির্দেশ দিয়ে শুনানির তারিখ ধার্য করেন।
গত ৮ ফেব্রুয়ারি মামলায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট এই কর্মকর্তাদের জামিন দিতে অস্বীকৃতি জানান এবং তাঁদের তিন সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের ওই নির্দেশনা অনুযায়ী ২১ জন জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন।
গত ৬ ফেব্রুয়ারি বিমানের সাবেক ফ্লাইট ক্যাপ্টেন (অপারেশন) ইশরাত আহমেদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ক্ষমতার অপব্যবহার করে প্রথমে নিজেদের লাভের জন্য এবং পরে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ইজারা ও পুনরায় সরবরাহ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ১ হাজার ১৬১ কোটি টাকা লোকসান করেন।
দুদক সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০১৪ সালে ইজিপ্ট এয়ারের কাছ থেকে পাঁচ বছরের চুক্তিতে দুটি বোয়িং ৭-২০০ ইআর মডেলের উড়োজাহাজ ইজারা নেয়। প্রথম বছরের শেষে দুটি উড়োজাহাজেরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিনগুলো ১২ থেকে ১৫ বছরের পুরোনো ছিল।
উড়োজাহাজ সচল রাখার জন্য ইজিপ্ট এয়ারের কাছ থেকে আরেকটি ইঞ্জিন ইজারা নেওয়া হয়। দেড় বছর পর সেটিও নষ্ট হয়ে যায়। এতে পাঁচ বছরে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১০০ কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তদন্তে এসব তথ্য উঠে আসে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রথমে বিষয়টি খতিয়ে দেখে এবং দুটি উড়োজাহাজ ইজারা নেওয়ার ক্ষেত্রে অনিয়মের খোঁজ পায়। পরে দুদককে বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করা হয়। এরপর দুই সদস্যের একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করে দুদক। অনুসন্ধান শেষে দুদক এই মামলা করে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৬ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫