Ajker Patrika

মোহাম্মদপুরে সশস্ত্র মহড়া ও ছিনতাই: পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২৩: ৪৬
মোহাম্মদপুরে সশস্ত্র মহড়া ও ছিনতাই: পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি হাউজিং এলাকায় সশস্ত্র মহড়া ও ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোবাইল, তিনটি চাপাতি ও দুইটি ছোরা জব্দ করা হয়।  

আজ রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল।

গ্রেপ্তাররা হলেন—লেগুনা চালক মো. আকাশ (১৯) ও মো. সুজন (২০), দোকানি মো. নয়ন (২০), ভ্যানগাড়ি চালক মো. সজল ইসলাম (১৯), বাসের হেলপার মো আবু কালাম (২১), অটোরিকশা চালক মো. আরিফ (১৯), রং মিস্ত্রি মো. কবির (২৩), রাজমিস্ত্রি মো. নাসির (১৯) এবং মো. সজীব (১৯)। 

মৃত্যুঞ্জয় দে সজল বলেন, ছিনতাইয়ের ঘটনায় এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট রাস্তা, ফিউচার হাউজিং, রাজধানী হাউজিং, বছিলা গার্ডেন সিটি, গ্রীন সিটি ও ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করা হয়। 

মৃত্যুঞ্জয় দে সজল আরও বলেন, প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়। 

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ৩০-৩৫ জনকে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তুরাগ নদীর তীরবর্তী ওয়াকওয়ের দিকে যেতে দেখা যায়। গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, পূর্ব শত্রুতার জেরে তাদের প্রতিপক্ষ একজনকে মারার জন্য তারা ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে তাদের কয়েকজন ওয়াকওয়েতে থাকা পথচারীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তাদের মোবাইল, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ফেরার পথে কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। 

গ্রেপ্তার আসামিরা ঘটনায় জড়িত অন্য আসামিদের নাম প্রকাশ করেছে। আসামিদের দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও অন্য সব মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বছিলা গার্ডেন হাউজিং এলাকায় ছিনতাই নতুন কোনো ঘটনা নয়। তবে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার ঘটনাটি অভূতপূর্ব। তাঁরা হতভম্ব হয়ে গিয়েছিলেন। ৩০ থেকে ৪০ জনের একটি দল অস্ত্র হাতে বছিলা বাজারের সামনে থেকে ছিনতাই শুরু করে। মহড়া ও ছিনতাই শেষ হয় অন্তত দুই কিলোমিটার দূরে চন্দ্রিমা হাউজিং এলাকায়। এর মধ্যে পথচারী, নদীর পাশের ওয়াকওয়েতে হাঁটতে আসা দর্শনার্থীদের মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।

ছিনতাইয়ের শিকার আরিফুর রহমান নামে এক দোকানি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দোকানের ক্যাশ বক্স থেকে ৭ হাজার নগদ, এক কেস পানির বোতলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। সব মিলিয়ে আমার ক্ষতি অন্তত ১২ হাজার টাকা। অস্ত্রের মুখে দোকানে সামনে বসা এক কাস্টমার ও আমার ভাগনের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত