Ajker Patrika

৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৫: ২৭
৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

গাজীপুরের কালীগঞ্জে চর বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আশরাফ শেখ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার জামালপুরের দক্ষিণ নারগানা এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত আশরাফ শেখ ওই এলাকার সোলেমান শেখের ছেলে। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। 

ভুক্তভোগীর মা বলেন, সকালে তাঁর মেয়ে অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে অভিযুক্ত প্রতিবেশী আশরাফ ওই শিশুকে তাঁর ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে এলে আশরাফ পালিয়ে যান। পরে ওই শিশু ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিকেলে গ্রাম পুলিশের মাধ্যমে আশরাফকে আটক করে ইউনিয়ন পরিষদে আনেন ইউপি চেয়ারম্যান। প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত আশরাফকে পুলিশের কাছে হস্তান্তর করেন চেয়ারম্যান। 

সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমল বলেন, ‘প্রাথমিক তদন্ত ও শিশুর স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে সন্ধ্যায় অভিযুক্ত আশরাফকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

কালীগঞ্জ থানার এসআই শামীম মিয়া বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ থেকে আশরাফকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত