Ajker Patrika

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২: ৩৩
Thumbnail image

গড়াই নদীর খাসজমিকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সহসভাপতি আজিজ মহাজনকে (৪৫) চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভূমিদস্যুরা। নিহত আজিজ মহাজন কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে। 

রোববার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান নিহতের বড় ভাই মো. আব্দুর রহমান। খাসজমির বিরোধ নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

মো. আব্দুর রহমান জানান, নিহত আজিজ মহাজন রোববার রাত ৭টার দিকে পার্শ্ববর্তী গ্রাম বড়াবিলা থেকে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে আসছিল। পথে বাঁশ ফেলে গতিরোধ করে তাকে রড দিয়ে প্রথমে কোনাগ্রাম গ্রামের ভূমিদস্যু শাহাদত হোসেনের ছেলে সাজিদ রাফি (৩০) তাকে মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। এরপর কোনাগ্রাম গ্রামের জাকির মন্ডলের ছেলে ইরান মন্ডল, আনোয়ার মন্ডলের ছেলে নিশাত মন্ডল (২৬) মৃত মালেক মহাজনের ছেলে রেজাউল মহাজন (৩০) সহ আরও ৭-৮ জন তাকে চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। 

তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকেও তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। এরপর রোববার দিবাগত রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। খুব দ্রুতই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত