Ajker Patrika

ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৪: ৪৭
ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে মানসিক ভারসাম্যহীন ছেলে রাশেদ মিয়ার (৩০) কুড়ালের আঘাতে বাবা আলী আজগর (৬৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাশেদ মিয়াকে আটক করেছে পুলিশ। 

নিহত আলী আজগর কোকডহড়া ইউনিয়নের পাছচারান গ্রামের দক্ষিণপাড়ার মৃত পানু মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, ঘাতক রাশেদ কাতার থেকে ফেরার পর ১০ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। গতকাল রাতে ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই মারা যান আলী আজগর। আজ মঙ্গলবার ভোরে রাশেদ মিয়াকে মসজিদে গিয়ে বাবার মৃত্যুর খবর মাইকে ঘোষণা করতে বলা হয়। এ সময় বিষয়টি জানাজানি হয়ে যায়। 

কাতারে থাকা অবস্থায় ফোরম্যানকে মারধর করায় রাশেদ মিয়াকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তাঁরা। 

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, রাশেদ দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। 

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত