Ajker Patrika

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন ৩১ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন ৩১ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ও অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপুর ফোনালাপ ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ে একটি তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটির এ প্রতিবেদন আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে গত ৮ জুলাই ফোনালাপ ফাঁসের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে কামরুন নাহারকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়। দুই ছাত্রীর অভিভাবক মোহাম্মদ মোরশেদ আলম ওই রিট দায়ের করেন। 

রিটকারীর আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল মঙ্গলবার শুনানিতে বলেন, 'দীর্ঘদিন হয়ে গেছে আদালতের আদেশ স্বত্বেও ফোনালাপ ফাঁসের ঘটনায়, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট এখনো দাখিল করা হয়নি। উনি অধ্যক্ষ পদে থাকা অবস্থায় তদন্ত হলে তা সঠিক হবে না। দ্রুত রিপোর্ট দাখিল করতে নির্দেশনা চাচ্ছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত