Ajker Patrika

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সন্তানকে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সন্তানকে হত্যা

গোপালগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে হাত-পা বেঁধে পানিতে চাপা দিয়ে হত্যা করেছে এক  পিতা। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের আদালত আরব আলীকে জেলে পাঠিয়েছেন। এর আগে বুধবার বিকেলে গোপালগঞ্জ সিআইডি তাকে গ্রেপ্তার করে।

সিআইডি সূত্রে জানা গেছে, গত বছর ১১ অক্টোবর মুকসুদপুর থানা-পুলিশ এক অজ্ঞাতনামার (১৭) হাত-পা বাঁধা অবস্থায় গলিত লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে গোপালগঞ্জ পৌর-কবরস্থানে দাফন করে এবং ওই দিনই পুলিশ বাদী হয়ে মুকসুদপুর থানায় ৩০২/২০১/৩৪ ধারায় একটি মামলা (নং-১০) করে। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এ মামলার তদন্তভার নেয় সিআইডি।

তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মাহতাবউদ্দিন ডিএনএ টেস্টের মাধ্যমে অজ্ঞাত লাশের পরিচয় মেহেদী এবং তার পিতা আরব আলীকে শনাক্ত করেন। তদন্ত শেষে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিআইডির একটি দল ফরিদপুরের ভাঙ্গা থানার চুমুরদি গ্রামের বাড়ি থেকে মেহেদীর হত্যাকারী তাঁরই পিতা আরব আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে ঢাকা থেকে ফোন করে এনে হাত-পা বেঁধে প্রতিপক্ষের বাড়ির পাশে পানিতে চাপা দিয়ে হত্যা করেছে বলে স্বীকার করে।

সিআইডির এএসপি মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আরব আলী পেশায় একজন রাজমিস্ত্রি। পারিশ্রমিকের টাকা না পেয়ে প্রতিশোধ নিতে সে এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাঁকে জেলে পাঠিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত