Ajker Patrika

ছিনতাইয়ের প্রস্তুতিকালে মিরপুর থেকে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছিনতাইয়ের প্রস্তুতিকালে মিরপুর থেকে গ্রেপ্তার ৩

রাজধানীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ মার্চ) রাতে মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন মো. বিপ্লব (২৬), মো. আলী হোসেন (৩৫) এবং মো. জুয়েল (২৬)।  

আজ সোমবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য নিশ্চিত করেছেন।

মহসীন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তাঁরা রাতে নির্জন কোনো স্থানে অবস্থান করেন। এরপর একা কোনো পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সনি সিনেমা হলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং ছোরা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার বিপ্লবের বিরুদ্ধে ৩টি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়া তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত