ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে রাতভর দুই শিক্ষার্থীকে আটকে নির্যাতন ও চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব-৪-এর একটি দল। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে সকালে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার দক্ষিণ হাতকোড়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৩০), কৃষ্ণ পুরা এলাকার মহর আলীর ছেলে আরিফুজ্জামান পিন্টু (৩৬), বারোবাড়িয়ার মো. আব্দুস সাত্তারের ছেলে আবু বকর সিদ্দিক (৩৫) এবং চারিপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল সোমবার রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাসায় যাওয়ার পথে তাদের গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের বিভিন্ন অপবাদ দিয়ে প্রশ্ন করতে থাকেন।
পরে তাঁরা ভুক্তভোগীদের রাত সাড়ে ১১টার দিকে জনৈক মো. মোকলেছুর রহমানের বাসার একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখাতে থাকেন। এ সময় কক্ষে বসিয়ে ওই শিক্ষার্থীদের বিভিন্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করে দেবেন বলে হুমকি দিতে থাকেন অভিযুক্ত ব্যক্তিরা।
এরপর তাঁরা ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবাকে ফোন দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ভুক্তভোগীদের সারা রাত আটকে মানসিক নির্যাতনসহ মারধর করেন।
পরবর্তী সময়ে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এক শিক্ষার্থী মোবাইল ফোনে টাকা আনার কথা বলে কৌশলে র্যাব অফিসে ফোন করেন। ফোনে ঘটনার বিষয়ে র্যাবকে জানালে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে র্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক এবং চাঁদাবাজির ৩২ হাজার টাকাসহ একটি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
ঢাকার ধামরাইয়ে রাতভর দুই শিক্ষার্থীকে আটকে নির্যাতন ও চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব-৪-এর একটি দল। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে সকালে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার দক্ষিণ হাতকোড়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৩০), কৃষ্ণ পুরা এলাকার মহর আলীর ছেলে আরিফুজ্জামান পিন্টু (৩৬), বারোবাড়িয়ার মো. আব্দুস সাত্তারের ছেলে আবু বকর সিদ্দিক (৩৫) এবং চারিপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল সোমবার রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাসায় যাওয়ার পথে তাদের গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের বিভিন্ন অপবাদ দিয়ে প্রশ্ন করতে থাকেন।
পরে তাঁরা ভুক্তভোগীদের রাত সাড়ে ১১টার দিকে জনৈক মো. মোকলেছুর রহমানের বাসার একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখাতে থাকেন। এ সময় কক্ষে বসিয়ে ওই শিক্ষার্থীদের বিভিন্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করে দেবেন বলে হুমকি দিতে থাকেন অভিযুক্ত ব্যক্তিরা।
এরপর তাঁরা ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবাকে ফোন দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ভুক্তভোগীদের সারা রাত আটকে মানসিক নির্যাতনসহ মারধর করেন।
পরবর্তী সময়ে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এক শিক্ষার্থী মোবাইল ফোনে টাকা আনার কথা বলে কৌশলে র্যাব অফিসে ফোন করেন। ফোনে ঘটনার বিষয়ে র্যাবকে জানালে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে র্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক এবং চাঁদাবাজির ৩২ হাজার টাকাসহ একটি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৫ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫