ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে রাতভর দুই শিক্ষার্থীকে আটকে নির্যাতন ও চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব-৪-এর একটি দল। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে সকালে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার দক্ষিণ হাতকোড়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৩০), কৃষ্ণ পুরা এলাকার মহর আলীর ছেলে আরিফুজ্জামান পিন্টু (৩৬), বারোবাড়িয়ার মো. আব্দুস সাত্তারের ছেলে আবু বকর সিদ্দিক (৩৫) এবং চারিপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল সোমবার রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাসায় যাওয়ার পথে তাদের গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের বিভিন্ন অপবাদ দিয়ে প্রশ্ন করতে থাকেন।
পরে তাঁরা ভুক্তভোগীদের রাত সাড়ে ১১টার দিকে জনৈক মো. মোকলেছুর রহমানের বাসার একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখাতে থাকেন। এ সময় কক্ষে বসিয়ে ওই শিক্ষার্থীদের বিভিন্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করে দেবেন বলে হুমকি দিতে থাকেন অভিযুক্ত ব্যক্তিরা।
এরপর তাঁরা ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবাকে ফোন দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ভুক্তভোগীদের সারা রাত আটকে মানসিক নির্যাতনসহ মারধর করেন।
পরবর্তী সময়ে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এক শিক্ষার্থী মোবাইল ফোনে টাকা আনার কথা বলে কৌশলে র্যাব অফিসে ফোন করেন। ফোনে ঘটনার বিষয়ে র্যাবকে জানালে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে র্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক এবং চাঁদাবাজির ৩২ হাজার টাকাসহ একটি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
ঢাকার ধামরাইয়ে রাতভর দুই শিক্ষার্থীকে আটকে নির্যাতন ও চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব-৪-এর একটি দল। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে সকালে র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ধামরাই উপজেলার দক্ষিণ হাতকোড়া গ্রামের আব্দুল হকের ছেলে মো. আল আমিন (৩০), কৃষ্ণ পুরা এলাকার মহর আলীর ছেলে আরিফুজ্জামান পিন্টু (৩৬), বারোবাড়িয়ার মো. আব্দুস সাত্তারের ছেলে আবু বকর সিদ্দিক (৩৫) এবং চারিপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গতকাল সোমবার রাতে ভুক্তভোগী দুই শিক্ষার্থী বাসায় যাওয়ার পথে তাদের গতিরোধ করে অভিযুক্তরা। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীদের বিভিন্ন অপবাদ দিয়ে প্রশ্ন করতে থাকেন।
পরে তাঁরা ভুক্তভোগীদের রাত সাড়ে ১১টার দিকে জনৈক মো. মোকলেছুর রহমানের বাসার একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখাতে থাকেন। এ সময় কক্ষে বসিয়ে ওই শিক্ষার্থীদের বিভিন্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করে দেবেন বলে হুমকি দিতে থাকেন অভিযুক্ত ব্যক্তিরা।
এরপর তাঁরা ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবাকে ফোন দিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ভুক্তভোগীদের সারা রাত আটকে মানসিক নির্যাতনসহ মারধর করেন।
পরবর্তী সময়ে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এক শিক্ষার্থী মোবাইল ফোনে টাকা আনার কথা বলে কৌশলে র্যাব অফিসে ফোন করেন। ফোনে ঘটনার বিষয়ে র্যাবকে জানালে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে র্যাব। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক এবং চাঁদাবাজির ৩২ হাজার টাকাসহ একটি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধামরাই থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৩ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে