পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের (নতুনপাড়া) মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার (২০), একই ইউনিয়নের নুর আলী মণ্ডল ওরফে নুর আলমের ছেলে মো. রাসেল মণ্ডল (২০) ও কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে মো. রমজান শেখ (৪০)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, গত রোববার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি ওই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও দুটি ককটেল বোমা জব্দ করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে।
পুলিশ কর্মকর্তা সুমন কুমার সাহা আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিপূর্বে পুলিশি অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের কাছ থেকে একটি একনলাব ন্দুক ও দুটি কার্তুজ জব্দ করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মূলত টাকা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’
আরও পড়ুন:
রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের (নতুনপাড়া) মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার (২০), একই ইউনিয়নের নুর আলী মণ্ডল ওরফে নুর আলমের ছেলে মো. রাসেল মণ্ডল (২০) ও কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে মো. রমজান শেখ (৪০)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, গত রোববার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি ওই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও দুটি ককটেল বোমা জব্দ করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে।
পুলিশ কর্মকর্তা সুমন কুমার সাহা আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিপূর্বে পুলিশি অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের কাছ থেকে একটি একনলাব ন্দুক ও দুটি কার্তুজ জব্দ করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মূলত টাকা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’
আরও পড়ুন:
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে