Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৪: ০০
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর প্রেমিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এদিকে আজ বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জের বউ বাজার এলাকার তারেকের ছেলে নাঈম (১৯), নজরুল ইসলামের ছেলে যুবরাজ (১৯), খোকনের ছেলে দিপু (২০) ও সিরাজ মিয়ার ছেলে পিয়াস (২০)। তাঁরা সবাই একই এলাকার।

এর আগে গত ২৯ জুন রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বাড়ির ছাদের এ ঘটনা ঘটান অভিযুক্তরা। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গত ২৯ জুন ঘটনার পর গতকাল বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ আসে। এরপর রাতেই পুলিশ অভিযুক্ত চারজনকে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর সঙ্গে গ্রেপ্তারকৃত নাঈমের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই সূত্র ধরে তাকে এনে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করেন অভিযুক্তরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত