Ajker Patrika

নরসিংদী কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

নরসিংদী প্রতিনিধি
Thumbnail image

নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আবু কালাম মাধবদী থানার উত্তর চর ভাষানিয়া (পাচানী) এলাকার আবু সিদ্দিকের ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। 

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরভাষানিয়া এলাকায় অভিযান চালায় থানা-পুলিশ। এ সময় জেল পলাতক আসামি আবু কালামকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নরসিংদী জেলখানায় আক্রমণ এবং অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সব বন্দী পালিয়ে যায়। আবু কালাম পলাতক বন্দীদের একজন এবং হত্যা মামলার আসামি।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত