Ajker Patrika

ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে রুবেল ওরফে নূর নবী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুসলিমনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার রুবেল ফতুল্লার মুসলিমগর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল ও বাদী একই বাড়ির ভাড়াটিয়া। পাশাপাশি থাকার সুবাদে তাঁদের মাঝে সুসম্পর্ক ছিল। প্রায় সময় তাঁদের বাসায় আসা যাওয়া ছিল। গত ১৭ জুলাই রুবেল কিশোরীকে ডেকে বলে তার বাবা কিছু টাকা পান সেটা এসে নিয়ে যেতে। কিশোরী টাকা আনতে রুবেলের বাসায় গেলে রুবেল দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। 

এ সময় কিশোরী ডাক-চিৎকার শুরু করলে রুবেল ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। ধর্ষণের ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। 

মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হক বলেন, ‘মামলা দায়েরের পরপরই শুক্রবার সকালে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও বয়স নির্ধারণের জন্য আদালতে আবেদন করেছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত