Ajker Patrika

পাচারের সময় জুতার ভেতর কৌশলে রাখা ইয়াবা জব্দ, আটক ১ 

ফরিদপুর প্রতিনিধি
পাচারের সময় জুতার ভেতর কৌশলে রাখা ইয়াবা জব্দ, আটক ১ 

জুতার মধ্যে কৌশলে ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে র‍্যাব। তাঁর নাম শাহ আলম (৩০)। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়।

আজ সোমবার দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১০, সিপিসি-৩ এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার। এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে অভিযান চালিয়ে একটি বাস থেকে ওই যুবককে আটক করা হয়।

শাহ আলম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আজু খাইয়া এলাকার বাসিন্দা।

জুতার সোলের ভেতর কৌশলে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাস থেকে ওই যুবককে আটক করা হয়। তিনি ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন। এ সময় তাঁর জুতার সোলের ভেতর বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার তিন শত টাকা।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, শাহ আলম একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত