নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে দিপালী রানী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি তাঁরই স্বামী শ্যামা চন্দ্র দাস (৫০)।
আজ শুক্রবার সকালে বন্দরের লেজার্স আবাসিক এলাকার একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত শ্যামা চন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। রাতের কোনো এক সময় তাঁদের দুজনের ওপর আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা—এমনটাই জানিয়েছেন নিহতের মেয়ে।
হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ির ব্যবস্থাপক ফরিদা বেগম ও তাঁর ছেলে সিয়ামকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ফরিদার স্বামী পলাতক রয়েছেন।
নিহতের মেয়ে মলি দাস বলেন, ‘গত রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় সেই অনুষ্ঠানে আমি ও আমার বোন যাই। পরে সেখান থেকে রাতে এসে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়ি। সকালে মা গার্মেন্টসে যাবেন, সে জন্য তাঁকে ডাকতে গেলে দেখি মা ও বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দেখি বাবা বেঁচে আছেন এবং হাসপাতালে নেওয়ার আগে হত্যাকারীদের বিবরণ দিয়ে গেছেন।’
‘বাড়ির ম্যানেজার ফরিদার সঙ্গে গ্যাসের চুলার রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল আমাদের। সেই দ্বন্দ্ব থেকেই তারা আমার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করেছে। বাবার অবস্থা আশঙ্কাজনক।’ বলেন, মলি দাস।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, নিহত দিপালীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত স্বামী শ্যামা চন্দ্রকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিহতের মেয়ের অভিযোগে ইতিমধ্যে ফরিদা ও তাঁর ছেলেকে আটক করেছি আমরা। ফরিদার পলাতক স্বামীকে ধরতে কাজ করছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।’
নারায়ণগঞ্জের বন্দরে দিপালী রানী (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি তাঁরই স্বামী শ্যামা চন্দ্র দাস (৫০)।
আজ শুক্রবার সকালে বন্দরের লেজার্স আবাসিক এলাকার একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত শ্যামা চন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। রাতের কোনো এক সময় তাঁদের দুজনের ওপর আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা—এমনটাই জানিয়েছেন নিহতের মেয়ে।
হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ির ব্যবস্থাপক ফরিদা বেগম ও তাঁর ছেলে সিয়ামকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে ফরিদার স্বামী পলাতক রয়েছেন।
নিহতের মেয়ে মলি দাস বলেন, ‘গত রাতে পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় সেই অনুষ্ঠানে আমি ও আমার বোন যাই। পরে সেখান থেকে রাতে এসে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়ি। সকালে মা গার্মেন্টসে যাবেন, সে জন্য তাঁকে ডাকতে গেলে দেখি মা ও বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দেখি বাবা বেঁচে আছেন এবং হাসপাতালে নেওয়ার আগে হত্যাকারীদের বিবরণ দিয়ে গেছেন।’
‘বাড়ির ম্যানেজার ফরিদার সঙ্গে গ্যাসের চুলার রান্না নিয়ে দ্বন্দ্ব ছিল আমাদের। সেই দ্বন্দ্ব থেকেই তারা আমার মাকে হত্যা ও বাবাকে হত্যার চেষ্টা করেছে। বাবার অবস্থা আশঙ্কাজনক।’ বলেন, মলি দাস।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, নিহত দিপালীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত স্বামী শ্যামা চন্দ্রকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিহতের মেয়ের অভিযোগে ইতিমধ্যে ফরিদা ও তাঁর ছেলেকে আটক করেছি আমরা। ফরিদার পলাতক স্বামীকে ধরতে কাজ করছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।’
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
২৫ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫