Ajker Patrika

স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপ: ব্যবস্থাপকসহ ৮ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১০: ৪৯
স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপ: ব্যবস্থাপকসহ ৮ জন কারাগারে

রাজধানীর গুলশানে লাইফ কেয়ার নামের একটি স্পা সেন্টারে অবৈধ কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকসহ আটজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিরা হলেন স্পা সেন্টারের ব্যবস্থাপক জেরিন আক্তার, আলী রাজ, মিরণ কুমার বিশ্বাস, সুমাইয়া আক্তার মীম, মাহফুজা আক্তার, জেসমিন আক্তার, মোসা. কল্পনা ও মোসা. খুশবু। এ মামলার অপর আসামি মোসা. নুপুর আক্তারের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

৯ আসামিকে আদালতে হাজির করে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি নুপুরের জামিন মঞ্জুর করেন। অপর আট আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গতকাল রোববার রাতে গুলশানের ৪১ নম্বর রোডের ৭ /এ বাসায় অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেপ্তার করে গুলশান থানার পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপের অভিযোগে মানব পাচার আইনে বাদী হয়ে মামলা করেন গুলশান থানার এসআই মিরাজ আকন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত