শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে গত ১১ দিন আগে মাথার চুল কাটা নিয়ে তর্কের জের ধরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছিলেন তাঁরই নাতি ও ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধের নাম জোহর আলী ভূঁইয়া (৮৫)। তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গত ১৬ জানুয়ারি দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে তাঁকে চেয়ার ও কোদাল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। তাঁকে পিটিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত নাতির নাম নাহিদ ভূঁইয়া (২৫) ও ছেলে জসিম উদ্দিন ভূঁইয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৮৫ বছর বয়সী জোহর আলী ভূঁইয়া তাঁর চুল বড় রাখতে চাইছিলেন। চুল বড় রাখা নিয়ে গত ১৬ জানুয়ারি দুপুরে নাতি নাহিদ ভূঁইয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদ তাঁর বাবা জসিম উদ্দীন ভূঁইয়াকে ডেকে আনে। এ সময় উত্তেজিত অবস্থায় বৃদ্ধ দাদাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করে নাহিদ। একই সময়ে ছেলে জসিম উদ্দীন ভূঁইয়াও পাশেই থাকা কোদাল দিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় ওই বৃদ্ধকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বয়স্ক একজন ব্যক্তিকে তাঁর ছেলে ও নাতির এভাবে পিটিয়ে মারধর করা অমানবিক। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর শুনেছি। ওই খবর পাওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে।
সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. মিনহাজ বলেন, এই ঘটনায় নিহতের নাতি ও ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের মেয়ে নূরজাহান বেগম। মামলা হওয়ার পরপরই নিহতের ছেলে ও আসামি জসিম উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাতি নাহিদ ভূঁইয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নরসিংদীর শিবপুরে গত ১১ দিন আগে মাথার চুল কাটা নিয়ে তর্কের জের ধরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছিলেন তাঁরই নাতি ও ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধের নাম জোহর আলী ভূঁইয়া (৮৫)। তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গত ১৬ জানুয়ারি দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে তাঁকে চেয়ার ও কোদাল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। তাঁকে পিটিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত নাতির নাম নাহিদ ভূঁইয়া (২৫) ও ছেলে জসিম উদ্দিন ভূঁইয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৮৫ বছর বয়সী জোহর আলী ভূঁইয়া তাঁর চুল বড় রাখতে চাইছিলেন। চুল বড় রাখা নিয়ে গত ১৬ জানুয়ারি দুপুরে নাতি নাহিদ ভূঁইয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদ তাঁর বাবা জসিম উদ্দীন ভূঁইয়াকে ডেকে আনে। এ সময় উত্তেজিত অবস্থায় বৃদ্ধ দাদাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করে নাহিদ। একই সময়ে ছেলে জসিম উদ্দীন ভূঁইয়াও পাশেই থাকা কোদাল দিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় ওই বৃদ্ধকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বয়স্ক একজন ব্যক্তিকে তাঁর ছেলে ও নাতির এভাবে পিটিয়ে মারধর করা অমানবিক। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর শুনেছি। ওই খবর পাওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে।
সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. মিনহাজ বলেন, এই ঘটনায় নিহতের নাতি ও ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের মেয়ে নূরজাহান বেগম। মামলা হওয়ার পরপরই নিহতের ছেলে ও আসামি জসিম উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাতি নাহিদ ভূঁইয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১২ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৪ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২০ দিন আগে