শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে গত ১১ দিন আগে মাথার চুল কাটা নিয়ে তর্কের জের ধরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছিলেন তাঁরই নাতি ও ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধের নাম জোহর আলী ভূঁইয়া (৮৫)। তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গত ১৬ জানুয়ারি দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে তাঁকে চেয়ার ও কোদাল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। তাঁকে পিটিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত নাতির নাম নাহিদ ভূঁইয়া (২৫) ও ছেলে জসিম উদ্দিন ভূঁইয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৮৫ বছর বয়সী জোহর আলী ভূঁইয়া তাঁর চুল বড় রাখতে চাইছিলেন। চুল বড় রাখা নিয়ে গত ১৬ জানুয়ারি দুপুরে নাতি নাহিদ ভূঁইয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদ তাঁর বাবা জসিম উদ্দীন ভূঁইয়াকে ডেকে আনে। এ সময় উত্তেজিত অবস্থায় বৃদ্ধ দাদাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করে নাহিদ। একই সময়ে ছেলে জসিম উদ্দীন ভূঁইয়াও পাশেই থাকা কোদাল দিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় ওই বৃদ্ধকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বয়স্ক একজন ব্যক্তিকে তাঁর ছেলে ও নাতির এভাবে পিটিয়ে মারধর করা অমানবিক। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর শুনেছি। ওই খবর পাওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে।
সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. মিনহাজ বলেন, এই ঘটনায় নিহতের নাতি ও ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের মেয়ে নূরজাহান বেগম। মামলা হওয়ার পরপরই নিহতের ছেলে ও আসামি জসিম উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাতি নাহিদ ভূঁইয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নরসিংদীর শিবপুরে গত ১১ দিন আগে মাথার চুল কাটা নিয়ে তর্কের জের ধরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছিলেন তাঁরই নাতি ও ছেলে। আজ বৃহস্পতিবার বিকেলে ১১ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ওই বৃদ্ধের নাম জোহর আলী ভূঁইয়া (৮৫)। তিনি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে গত ১৬ জানুয়ারি দুপুরে ওই গ্রামের নিজ বাড়িতে তাঁকে চেয়ার ও কোদাল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। তাঁকে পিটিয়ে আহত করার অভিযোগে অভিযুক্ত নাতির নাম নাহিদ ভূঁইয়া (২৫) ও ছেলে জসিম উদ্দিন ভূঁইয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৮৫ বছর বয়সী জোহর আলী ভূঁইয়া তাঁর চুল বড় রাখতে চাইছিলেন। চুল বড় রাখা নিয়ে গত ১৬ জানুয়ারি দুপুরে নাতি নাহিদ ভূঁইয়ার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নাহিদ তাঁর বাবা জসিম উদ্দীন ভূঁইয়াকে ডেকে আনে। এ সময় উত্তেজিত অবস্থায় বৃদ্ধ দাদাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করে নাহিদ। একই সময়ে ছেলে জসিম উদ্দীন ভূঁইয়াও পাশেই থাকা কোদাল দিয়ে তাঁর বাবার তলপেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় ওই বৃদ্ধকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বয়স্ক একজন ব্যক্তিকে তাঁর ছেলে ও নাতির এভাবে পিটিয়ে মারধর করা অমানবিক। আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর শুনেছি। ওই খবর পাওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে।
সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. মিনহাজ বলেন, এই ঘটনায় নিহতের নাতি ও ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের মেয়ে নূরজাহান বেগম। মামলা হওয়ার পরপরই নিহতের ছেলে ও আসামি জসিম উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাতি নাহিদ ভূঁইয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫