সাভার (ঢাকা) প্রতিনিধি
যাত্রীবেশে দুই ব্যক্তি রিকশায় উঠে চালককে জানায় সামনে থেকে কিছু ভারী মালামাল নিতে হবে। কাঙ্ক্ষিত স্থানে গিয়ে সেই মাল নেওয়ার জন্য রিকশাচালকের সহায়তা নিয়ে মালামাল আনতে যায় এক যাত্রী। রিকশা পাহারা দেওয়ার ছলে বসে থাকা আরেক যাত্রী এই ফাঁকে নিজেই রিকশা চালিয়ে পালিয়ে যায়। সুযোগ বুঝে পালিয়ে যায় প্রথমে নেমে যাওয়া যাত্রীটিও।
এ রকম নানা কৌশল অবলম্বন করে চুরি হওয়া ৯টি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন রিকশাচালকসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে সাভারে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ শিরা হাবীব খান।
গ্রেপ্তারকৃতরা হলেন, গ্যারেজ মালিক শরিয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া গ্রামের মৃত. ইব্রাহিম বেপারীর ছেলে মো. বেলাল ওরফে বিল্লাল (৩৫), রাজধানীর বংশাল থানার রিকশাচালক মো. রিয়াজ জাবেদের ছেলে মো. হৃদয় জাবেদ (২৪) এবং শরিয়তপুর জেলার নড়িয়া থানার সুজাবাজ থানার মৃত. মইজ উদ্দিন বেপারীর ছেলে মো. দুলাল বেপারী (৪২)। তারা সবাই ঢাকার কেরানীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতেন। এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয়ের কাজ করতেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ শিরা হাবীব খান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি হৃদয় নিজেও পেশায় রিকশাচালক। পার্ট টাইম হিসেবে রিকশা চুরির সঙ্গে জড়িত সে। বিল্লাল হলেন গ্যারেজ মালিক যিনি চুরির করা রিকশা কেনা-বেচা করতেন। আর দুলাল তাদের চক্রেরই এক সদস্য। তদন্ত শুরু হলে আমরা আরও রিকশা উদ্ধার করতে পারব। রিকশা চুরি চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’
যাত্রীবেশে দুই ব্যক্তি রিকশায় উঠে চালককে জানায় সামনে থেকে কিছু ভারী মালামাল নিতে হবে। কাঙ্ক্ষিত স্থানে গিয়ে সেই মাল নেওয়ার জন্য রিকশাচালকের সহায়তা নিয়ে মালামাল আনতে যায় এক যাত্রী। রিকশা পাহারা দেওয়ার ছলে বসে থাকা আরেক যাত্রী এই ফাঁকে নিজেই রিকশা চালিয়ে পালিয়ে যায়। সুযোগ বুঝে পালিয়ে যায় প্রথমে নেমে যাওয়া যাত্রীটিও।
এ রকম নানা কৌশল অবলম্বন করে চুরি হওয়া ৯টি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজন রিকশাচালকসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে সাভারে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ শিরা হাবীব খান।
গ্রেপ্তারকৃতরা হলেন, গ্যারেজ মালিক শরিয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া গ্রামের মৃত. ইব্রাহিম বেপারীর ছেলে মো. বেলাল ওরফে বিল্লাল (৩৫), রাজধানীর বংশাল থানার রিকশাচালক মো. রিয়াজ জাবেদের ছেলে মো. হৃদয় জাবেদ (২৪) এবং শরিয়তপুর জেলার নড়িয়া থানার সুজাবাজ থানার মৃত. মইজ উদ্দিন বেপারীর ছেলে মো. দুলাল বেপারী (৪২)। তারা সবাই ঢাকার কেরানীগঞ্জে বসবাস করে সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতেন। এদের মধ্যে দুলাল ব্যাপারী চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয়ের কাজ করতেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চুরি করে আসছিল। তারা যাত্রীবেশে এসব রিকশা ছিনতাই করত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯টি অটোরিকশা উদ্ধার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ শিরা হাবীব খান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি হৃদয় নিজেও পেশায় রিকশাচালক। পার্ট টাইম হিসেবে রিকশা চুরির সঙ্গে জড়িত সে। বিল্লাল হলেন গ্যারেজ মালিক যিনি চুরির করা রিকশা কেনা-বেচা করতেন। আর দুলাল তাদের চক্রেরই এক সদস্য। তদন্ত শুরু হলে আমরা আরও রিকশা উদ্ধার করতে পারব। রিকশা চুরি চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪