নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় আড়াই বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছেন এক গৃহবধূ। আজ সোমবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মা শারমিন আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
শিশুটির নাম জান্নাতুল। সে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের মেয়ে। শারমিনের অভিযোগ, শাকিল দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। স্ত্রী-সন্তানের কোনো খোঁজখবর নেন না।
পুলিশ জানায়, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে জান্নাতুল নামে এক কন্যাসন্তান জন্মের ছয় মাসের মাথায় শাকিল আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজখবর নেন না শাকিল।
শারমিন অভিযোগ করেন, স্বামী চলে যাওয়ার পর বাবার বাড়ির লোকজনের কাছেও অনেক গালমন্দ খেতে হতো তাঁকে। এমনকি বাবা-মাও গালাগাল করতেন। শিশুটি খাবারের জন্য বায়না করত, কিন্তু দিতে পারতেন না। এসব নিয়ে আজ সকালেও শিশুটি জ্বালাতন করছিল, অতিষ্ঠ হয়ে গলা টিপে তাকে হত্যা করেন।
হত্যার পরপরই শারমিন ভুল বুঝতে পেরে দৌড়ে বাবা-মায়ের কাছে যান। এরপর মেয়েকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে গেলে সেখানকার লোকজন হাসপাতালে নিয়ে পাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘শিশুর মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মানসিক অশান্তি থেকে ক্ষিপ্ত হয়েই নিজের মেয়েকে তিনি হত্যা করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় আড়াই বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছেন এক গৃহবধূ। আজ সোমবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মা শারমিন আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
শিশুটির নাম জান্নাতুল। সে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের মেয়ে। শারমিনের অভিযোগ, শাকিল দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। স্ত্রী-সন্তানের কোনো খোঁজখবর নেন না।
পুলিশ জানায়, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে জান্নাতুল নামে এক কন্যাসন্তান জন্মের ছয় মাসের মাথায় শাকিল আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজখবর নেন না শাকিল।
শারমিন অভিযোগ করেন, স্বামী চলে যাওয়ার পর বাবার বাড়ির লোকজনের কাছেও অনেক গালমন্দ খেতে হতো তাঁকে। এমনকি বাবা-মাও গালাগাল করতেন। শিশুটি খাবারের জন্য বায়না করত, কিন্তু দিতে পারতেন না। এসব নিয়ে আজ সকালেও শিশুটি জ্বালাতন করছিল, অতিষ্ঠ হয়ে গলা টিপে তাকে হত্যা করেন।
হত্যার পরপরই শারমিন ভুল বুঝতে পেরে দৌড়ে বাবা-মায়ের কাছে যান। এরপর মেয়েকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে গেলে সেখানকার লোকজন হাসপাতালে নিয়ে পাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘শিশুর মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মানসিক অশান্তি থেকে ক্ষিপ্ত হয়েই নিজের মেয়েকে তিনি হত্যা করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫