Ajker Patrika

উপেক্ষা অবহেলার ক্ষোভে শিশুসন্তানকে হত্যা করলেন নারী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
উপেক্ষা অবহেলার ক্ষোভে শিশুসন্তানকে হত্যা করলেন নারী

নারায়ণগঞ্জের ফতুল্লায় আড়াই বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যা করেছেন এক গৃহবধূ। আজ সোমবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মা শারমিন আক্তারকে (২২) আটক করেছে পুলিশ। 

শিশুটির নাম জান্নাতুল। সে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের মেয়ে। শারমিনের অভিযোগ, শাকিল দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। স্ত্রী-সন্তানের কোনো খোঁজখবর নেন না। 

পুলিশ জানায়, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকার শাকিল হোসেনের সঙ্গে শারমিন আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে জান্নাতুল নামে এক কন্যাসন্তান জন্মের ছয় মাসের মাথায় শাকিল আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজখবর নেন না শাকিল। 

শারমিন অভিযোগ করেন, স্বামী চলে যাওয়ার পর বাবার বাড়ির লোকজনের কাছেও অনেক গালমন্দ খেতে হতো তাঁকে। এমনকি বাবা-মাও গালাগাল করতেন। শিশুটি খাবারের জন্য বায়না করত, কিন্তু দিতে পারতেন না। এসব নিয়ে আজ সকালেও শিশুটি জ্বালাতন করছিল, অতিষ্ঠ হয়ে গলা টিপে তাকে হত্যা করেন। 

হত্যার পরপরই শারমিন ভুল বুঝতে পেরে দৌড়ে বাবা-মায়ের কাছে যান। এরপর মেয়েকে নিয়ে স্থানীয় ফার্মেসিতে গেলে সেখানকার লোকজন হাসপাতালে নিয়ে পাওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর বলেন, ‘শিশুর মাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মানসিক অশান্তি থেকে ক্ষিপ্ত হয়েই নিজের মেয়েকে তিনি হত্যা করেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত