Ajker Patrika

নারায়ণগঞ্জে দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ডাকাতির সময় পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বাড়ির মালিককে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কাকাইলমোড়া গ্রামে আসমা বেগমের (৩৫) বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

আজ শনিবার দুপুরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে আড়াইহাজার থানা-পুলিশ।

ভুক্তভোগীর ভাই ইয়াহিয়া বলেন, রাতে ১০–১২ জন মুখোশধারী ডাকাত কাঠের দরজা ভেঙে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ সাড়ে ৩ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। ডাকাতির সময় আলমারির চাবি খুঁজে পেতে দেরি হওয়ায় আমার বোনকে বেধড়ক মারধর করে আমাকে। ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) স্থানান্তর করে।

এই বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত