Ajker Patrika

যৌতুকের জন্য বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮: ৪২
Thumbnail image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে শামীম (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত আসামি শামীম রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা গ্রামের মনির হোসেনের ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। নিহত শিউলি আক্তার উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৮ সালের ২৩ আগস্ট শামীমের সঙ্গে ভুলতা ইউনিয়নের মনির হোসেনের মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়েতে ৭০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা থাকলেও ৩৫ হাজার টাকা পরিশোধ করে শিউলির পরিবার। এ ছাড়া যৌতুক হিসেবে আধা ভরি স্বর্ণও দেওয়া হয়। এসব নিয়ে বিয়ের দুই দিন না যেতেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহ শুরু হয়। সেই জেরে ৩০ আগস্ট রাতে অর্থাৎ বিয়ের সাত দিনের মাথায় শিউলিকে বঁটি দিয়ে গলা কেটে করে হত্যা করেন শামীম। পরদিন শামীমসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন শিউলির মা আমেনা বেগম।

গ্রেপ্তারের পর শামীম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তদন্ত প্রতিবেদনে শামীমকে একমাত্র দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত