Ajker Patrika

জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, আসামি পলাতক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৫: ২২
জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা, আসামি পলাতক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে নাছির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আসামি স্বপন হোসেন (৩৮) পলাতক রয়েছেন।

মৃত নাছির উদ্দিন ওই গ্রামের আবদুল করিম মণ্ডলের ছেলে। আসামি স্বপন হোসেন একই গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাছির উদ্দিন ও স্বপন হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে বিরোধপূর্ণ জমি থেকে কলার ছড়ি কাটতে যান নাছির উদ্দিন। এ সময় স্বপন হোসেন তাঁকে বাধা দেন এবং উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বপন হোসেন ধারালো অস্ত্র দিয়ে নাছির উদ্দিনকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন নাছির উদ্দিন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পর থেকে আসামি স্বপন হোসেন পলাতক রয়েছেন। 

মৃতের ছোট ভাই এরশাদ মিয়া বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে স্বপন হোসেন। আমি স্বপনের ফাঁসি চাই।’ 

আহুতিয়া তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে ঘাতক স্বপন হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত