Ajker Patrika

টিকিট কালোবাজারির অভিযোগে সহজের ইঞ্জিনিয়ার চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকিট কালোবাজারির অভিযোগে সহজের ইঞ্জিনিয়ার চাকরিচ্যুত

রেলের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সিস্টেম ইঞ্জিনিয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়কারী বেসরকারি কোম্পানিটির জনসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

ওই বার্তায় সহজ-সিনেসিস-ভিনসেন জেভির পক্ষে বক্তব্যে বলা হয়, ‘টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাব হাতে আটক হওয়া ব্যক্তি মো. রেজাউল করিম (রেজা) সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। তাঁর বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে। মো. রেজাউল করিম (রেজা) বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন।’ 

এই অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত রেজাউল করিমকে চাকরিচ্যুত করেছে। প্রতিষ্ঠানটি চলতি বছরের ২১ মার্চে রেজাকে নিয়োগ প্রদান করে। 

ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি বলে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত