Ajker Patrika

গোসাইরহাট আ.লীগের সভাপতির নামে ভুয়া ফেসবুক আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ 

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০১
Thumbnail image

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুয়া আইডি থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন মানুষের কাছ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এ ভুয়া আইডির বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাহজাহান সিকদার। 

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, সম্প্রতি শাহজাহান সিকদারের নামে ফেসবুকে যে আইডি খোলা হয়েছে সেখানে তাঁর পুরোনো কয়েকটি ছবি ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা। প্রোফাইল ফটোতে তাঁর পুরোনো একটি একক ছবি ও কাভার ফটোতে তিন কন্যাসহ তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। এর আগেও ফেসবুকে তাঁর নামে একাধিক ফেসবুক আইডির উপস্থিতি দেখা গেছে। 

এর আগে শাহজাহান সিকদারের পরিচিতজনেরা তাঁর নামে ফেসবুক আইডি খুলে দেয়। কিন্তু তাঁর নিজের মোবাইল হারিয়ে যাওয়ায় পুনরায় নতুন মোবাইলে আইডি খুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে শাহজাহান সিকদার বেশ কয়েক দিন ধরেই অসুস্থ অবস্থায় রয়েছেন। এ অবস্থায় তাঁর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সুনাম ক্ষুণ্ন করা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। 

এ বিষয়ে মোবাইলে শাহজাহান সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বেশ কয়েক দিন ধরেই অসুস্থ। আমার নাম ও ছবি ব্যবহার করে কারা কী করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। ভুয়া ফেসবুক আইডির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করার বিষয়ে আমি আমার পরিবারের লোকদের সঙ্গে কথা বলব। এরপর যা করার তা করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত