মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে প্রকাশ্যে কুপিয়েছে তাঁরই এক সাবেক ছাত্র। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গত বছর উচ্ছৃঙ্খল আচরণের অপরাধে ওই ছাত্রকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।
আজ রোববার বেলা ১১টার দিকে স্থানীয় বালিরটেক বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মিজানুর রহমানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতাল, পরে সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একেএম রাসেল বলেন, ‘মিজানুর রহমানের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁর মাথায় ১৫ থেকে ২০ টির বেশি সেলাই পড়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা খাবার হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে মো. মিজানুর রহমান ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বালিরটেক বাজারে যাচ্ছিলেন। পথে অতর্কিতে হামলা করেন রাজু আহম্মেদ (১৯)। তিনি খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র। ধারালো দা নিয়ে মিজানুর রহমানকে কোপান তিনি। এতে তাঁর মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সদর হাসপাতালে আনার পর হামলার শিকার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর আগে রাজু আহমেদকে উচ্ছৃঙ্খল আচরণ এবং মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে দেখা হলে মাঝে মাঝেই মারমুখী আচরণ শুরু করত। আজ বেলা ১১টার দিকে খাবাশপুর থেকে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বালিরটেক বাজারে যাওয়ার পথে রাজু হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।’ স্কুল থেকে বহিষ্কার করার জের ধরেই হামলা হয়েছে বলে ধারণা করছেন মিজানুর রহমান।
রাজুর বিষয়ে জানতে চাইলে খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাব উদ্দিন বলেন, ‘বখাটে রাজু স্কুলে পড়ার সময় মেয়েদের উত্ত্যক্ত করত। মেয়েদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তার সংশোধন হয়নি। ২০২২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় রাজুকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।’
আফতাব উদ্দিন বলেন, ‘এর জের ধরেই মূলত প্রধান শিক্ষক মিজানুর রহমান স্যারের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমরা দ্রুত সময়ে আসামি রাজুকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিক্ষকের ওপর হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার পর যত দ্রুত সম্ভব রাজুকে গ্রেপ্তার করা হবে।’ পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রাজু আহমেদ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার শহিদুল্লার ছেলে। তাঁর বাবা স্থানীয় খাবাশপুর কলেজের পিয়ন পদে চাকরি করেন।
মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে প্রকাশ্যে কুপিয়েছে তাঁরই এক সাবেক ছাত্র। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গত বছর উচ্ছৃঙ্খল আচরণের অপরাধে ওই ছাত্রকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।
আজ রোববার বেলা ১১টার দিকে স্থানীয় বালিরটেক বাজারের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মিজানুর রহমানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতাল, পরে সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) একেএম রাসেল বলেন, ‘মিজানুর রহমানের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাঁর মাথায় ১৫ থেকে ২০ টির বেশি সেলাই পড়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা খাবার হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে মো. মিজানুর রহমান ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বালিরটেক বাজারে যাচ্ছিলেন। পথে অতর্কিতে হামলা করেন রাজু আহম্মেদ (১৯)। তিনি খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র। ধারালো দা নিয়ে মিজানুর রহমানকে কোপান তিনি। এতে তাঁর মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সদর হাসপাতালে আনার পর হামলার শিকার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দুই বছর আগে রাজু আহমেদকে উচ্ছৃঙ্খল আচরণ এবং মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে দেখা হলে মাঝে মাঝেই মারমুখী আচরণ শুরু করত। আজ বেলা ১১টার দিকে খাবাশপুর থেকে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বালিরটেক বাজারে যাওয়ার পথে রাজু হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।’ স্কুল থেকে বহিষ্কার করার জের ধরেই হামলা হয়েছে বলে ধারণা করছেন মিজানুর রহমান।
রাজুর বিষয়ে জানতে চাইলে খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাব উদ্দিন বলেন, ‘বখাটে রাজু স্কুলে পড়ার সময় মেয়েদের উত্ত্যক্ত করত। মেয়েদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তার সংশোধন হয়নি। ২০২২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় রাজুকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।’
আফতাব উদ্দিন বলেন, ‘এর জের ধরেই মূলত প্রধান শিক্ষক মিজানুর রহমান স্যারের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমরা দ্রুত সময়ে আসামি রাজুকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিক্ষকের ওপর হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার পর যত দ্রুত সম্ভব রাজুকে গ্রেপ্তার করা হবে।’ পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত রাজু আহমেদ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের পশ্চিম শানবান্দা এলাকার শহিদুল্লার ছেলে। তাঁর বাবা স্থানীয় খাবাশপুর কলেজের পিয়ন পদে চাকরি করেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫