Ajker Patrika

অতিথিকে নিয়ে এক কক্ষে ঘুম, সকালে কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২২: ১৭
অতিথিকে নিয়ে এক কক্ষে ঘুম, সকালে কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার চটলার মাঠ এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, রাতে কবিরাজের সঙ্গে এক অতিথি ঘুমিয়েছিলেন। সকালে ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাঁর গলাকাটা লাশ দেখা যায়। ঘটনার পর থেকে ওই অতিথির খোঁজ পাওয়া যাচ্ছে না।

আল আমিন শেখ (৪৮) পিরোজপুর জেলার দক্ষিণ পুকুরিয়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। তিনি কবিরাজি করতেন। এর আগে জাহাজের বাবুর্চির কাজ করতেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ধর্মগঞ্জে ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই আলিম শেখ বলেন, তিন বছর আগে জাহাজে চাকরির সময় হাফেজ মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ভাইয়ের পরিচয় হয়। হাফেজ মাস্টার প্রায়ই তাঁর ভাইয়ের বাড়িতে আসতেন এবং রাতে থাকতেন।

গতকাল বৃহস্পতিবার রাতেও হাফেজ মাস্টার বাসায় এলে তাঁর ভাইয়ের সঙ্গে এক কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকির পরও না উঠলে দরজা ভেঙে আল আমিনের গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। ঘটনার পর থেকে হাফেজ মাস্টার পলাতক। 

ফতুল্লা থানার ওসি নূরে আযম মিয়া বলেন, হত্যার রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত