রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকার হাসান তালুকদার (৩৬) নামের এক যুবককে বিরুদ্ধে রাজৈর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মামা। তবে মামলার তিন দিন পার হয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আসামি। আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা পুলিশ।
হাসান একই এলাকার সহিদ তালুকদারের ছেলে।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগীর ছাত্রীর মামার বাড়ি থেকে পড়ালেখা করে। গত মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তাঁর বাবার সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দেওয়ার জন্য ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নেন হাসান। পরে তাকে ঘরে ঢুকিয়ে গলায় ছুরি ঠেকিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণ করার চেষ্টা চালান। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই ছাত্রীকে হত্যার হুমকি দিয়ে হাসান পালিয়ে যান। একপর্যায়ে মামা বাড়ির লোকজনের কাছে ঘটনাটি জানালে শনিবার (১২ নভেম্বর) রাজৈর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন তাঁর মামা।
ভুক্তভোগী ছাত্রী জানায়, বাবার সঙ্গে কথা বলা শেষে মোবাইল ফেরত দেওয়ার জন্য তাকে ঘরে ডেকে নেয় হাসান। পরে দরজা বন্ধ করে তার গলায় ছুরি ধরে ঘরের ভেতরে গোসলখানায় নিয়ে যান এবং সেখানে ধর্ষণচেষ্টা করেন হাসান। এ সময় বাইরে লোকজনের শব্দ পেয়ে তাকে ছেড়ে দেন এবং কাউকে কিছু বললে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেন। এ ঘটনায় হাসানের কঠোর শাস্তি চায় এই ভুক্তভোগী।
ভুক্তভোগীর মামি বলেন, ‘হাসানের বাড়ি থেকে আসার পর ভাগনিকে স্তব্ধ দেখে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে কান্না করতে করতে ঘটনাটি জানায়। পরে আমার স্বামী রাজৈর থানায় মামলা করেছে। এমন ঘটনা যেন আর কারও মেয়ের সঙ্গে কেউ না ঘটাতে পারে সে জন্য সরকারের সঠিক বিচার দাবি করি।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘আসামিকে ধরার জন্য তাঁর বাড়িতে তিনবার রেট দেওয়া হয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।’
মাদারীপুরের রাজৈরে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এলাকার হাসান তালুকদার (৩৬) নামের এক যুবককে বিরুদ্ধে রাজৈর থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মামা। তবে মামলার তিন দিন পার হয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আসামি। আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা পুলিশ।
হাসান একই এলাকার সহিদ তালুকদারের ছেলে।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগীর ছাত্রীর মামার বাড়ি থেকে পড়ালেখা করে। গত মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তাঁর বাবার সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দেওয়ার জন্য ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নেন হাসান। পরে তাকে ঘরে ঢুকিয়ে গলায় ছুরি ঠেকিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণ করার চেষ্টা চালান। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই ছাত্রীকে হত্যার হুমকি দিয়ে হাসান পালিয়ে যান। একপর্যায়ে মামা বাড়ির লোকজনের কাছে ঘটনাটি জানালে শনিবার (১২ নভেম্বর) রাজৈর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন তাঁর মামা।
ভুক্তভোগী ছাত্রী জানায়, বাবার সঙ্গে কথা বলা শেষে মোবাইল ফেরত দেওয়ার জন্য তাকে ঘরে ডেকে নেয় হাসান। পরে দরজা বন্ধ করে তার গলায় ছুরি ধরে ঘরের ভেতরে গোসলখানায় নিয়ে যান এবং সেখানে ধর্ষণচেষ্টা করেন হাসান। এ সময় বাইরে লোকজনের শব্দ পেয়ে তাকে ছেড়ে দেন এবং কাউকে কিছু বললে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেন। এ ঘটনায় হাসানের কঠোর শাস্তি চায় এই ভুক্তভোগী।
ভুক্তভোগীর মামি বলেন, ‘হাসানের বাড়ি থেকে আসার পর ভাগনিকে স্তব্ধ দেখে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে কান্না করতে করতে ঘটনাটি জানায়। পরে আমার স্বামী রাজৈর থানায় মামলা করেছে। এমন ঘটনা যেন আর কারও মেয়ের সঙ্গে কেউ না ঘটাতে পারে সে জন্য সরকারের সঠিক বিচার দাবি করি।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘আসামিকে ধরার জন্য তাঁর বাড়িতে তিনবার রেট দেওয়া হয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১২ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১২ দিন আগে