Ajker Patrika

অ্যাসিডে ঝলসে গেছে নারী পোশাক শ্রমিকের শরীর

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
অ্যাসিডে ঝলসে গেছে নারী পোশাক শ্রমিকের শরীর

অ্যাসিডে ঝলসে গেছে পোশাক কারখানার শ্রমিক সাথি আক্তারের (১৯) মুখমণ্ডল ও দুটি হাত। গতকাল শুক্রবার মধ্যরাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ফেরাজীপাড়ার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ঘরের ভাঙা জানালা দিয়ে তাঁর শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাঈমের সঙ্গে বিয়ে হয় সাথির। তবে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য অত্যাচার করত নাঈম। মেয়ের জামাই নাঈম নেশাখোর ও বখাটে হওয়ায় তাঁদের বিবাহ বিচ্ছেদ করা হয়। তবে নাঈম তার সঙ্গে পুনরায় সংসার না করলে সাথিকে মেরে ফেলার হুমকি দেয়। এর জের ধরে নাঈম গতকাল শুক্রবার মধ্যরাতে ঘরের ভাঙা জানালা দিয়ে সাথির মুখে অ্যাসিড ছুড়ে দেয় বলে অভিযোগ সাথির পরিবারের। ভুক্তভোগী পোশাক কর্মী সাথি আক্তারের বাবা আব্দুস সাত্তার বোবা, কথা বলতে পারেন না আর মা একজন গৃহিণী। 

সাথি আক্তারের মা জোলেখা বেগম বলেন, নাঈমের সঙ্গে আমার মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকেই রাস্তাঘাটে মেয়েকে বিরক্ত করতে শুরু করে। তাঁর সঙ্গে সংসার না করলে মেরে ফেলার হুমকি দেয়। এর জের ধরেই শুক্রবার মধ্যরাতে ঘরের ভাঙা জানালা দিয়ে সাথির মুখে অ্যাসিড মেরে হাত-মুখ ঝলসে দিয়েছে নাঈম। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

সাথির বড় ভাই সোহেল বলেন, বিবাহ-বিচ্ছেদের পর তিন মাস ধরে তার বোন ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি নেয়। যাওয়া আসার সময় রাস্তা-ঘাটের বিভিন্ন জায়গায় তাকে বিরক্ত করে পুনরায় তাঁকে বিয়ে করে সংসার করার জন্য চাপ দিতে থাকে নাঈম। তাঁর এই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার মধ্যরাতে নাঈম অ্যাসিড দিয়ে সাথির হাত ও মুখ ঝলসে দেয় বলে অভিযোগ করেন তিনি। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। শ্বাসনালিসহ মুখমণ্ডল এবং দুটি হাত অ্যাসিডে ঝলসে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত